ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

ছেলের সঙ্গে পরীমণির খুনসুটি, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ১৭:৩০, ১১ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫১, ১১ সেপ্টেম্বর ২০২৪

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা পরীমণির একমাত্র সন্তান পুণ্য। মাঝে মধ্যেই এই স্টারকিডের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসে। এবার ছেলের সঙ্গে খুনসুটির একটি ভিডিও ফেসবুকে পোস্ট করলেন পরীমণি। ইতোমধ্যে ভিডিওটি অন্তর্জালে ভাইরাল হয়েছে।

১০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে পরীমণিকে বলতে শোনা যায়, ‘আমি কে?’ উত্তরে পূণ্য বলে, ‘আম্মু।’ এরপর পাল্টা প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘তুমি কে?’ তখন পূণ্য বলে, ‘বেবি।’

ভক্ত-অনুরাগীরা পরীমণির ভিডিওটি লুফে নিয়েছেন। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তারা। তানিয়া আক্তার নামে একজন লিখেছেন, ‘মা এবং ছেলের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।’ মাহবুব আহমদ শাকিল লিখেছেন, ‘পৃথিবীর সর্বোচ্চ সম্পর্ক মা-ছেলের সম্পর্ক। অটুট থাকুক এ বন্ধন আজীবন।’

আরো পড়ুন:

ইয়াসমিন আক্তার লিখেছেন, ‘মাশাআল্লাহ। বাবা দোয়া করি সবসময় হাসিখুশি থাকো, সুস্থ থাকো। মহান আল্লাহ তায়ালা তোমাকে সবসময় ভালো রাখুক, আমিন।’ হাসনাইন আহমেদ হাওলাদার নামে আরেকজন লিখেছেন, ‘মা-ছেলের অসাধারণ মুহূর্ত।’

গ্ল্যামারকন্যা পরীমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। যদিও সে সংসার বেশিদিন টেকেনি। তবে বিচ্ছেদের পর এখন ছেলেকে নিয়ে নিজের মতো করে জীবনযাপন করছেন এই অভিনেত্রী।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়