ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমার যৌন আকাঙ্ক্ষা কমে গিয়েছিল: টাইটানিকের নায়িকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ১৫ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৮:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪
আমার যৌন আকাঙ্ক্ষা কমে গিয়েছিল: টাইটানিকের নায়িকা

‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী কেট উইন্সলেট জানিয়েছেন, যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ায় টেস্টোস্টেরন প্রতিস্থাপন করিয়েছেন তিনি। একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এমন খোলামেলা স্বীকারোক্তি দেন ৪৮ বছর বয়সি এই তারকা অভিনেত্রী।  

‘হাউ টু ফেল’ শিরোনামে পডকাস্টে একজন শ্রোতাকে যৌন জীবন নিয়ে পরামর্শ দিতে গিয়ে কেট উইন্সলেট বলেন, ‘কখনো কখনো নারীরা সত্যিকার অর্থে যৌন আকাঙ্ক্ষা কম অনুভব করে। এর কারণ থাইরয়েড। আপনার টেস্টোস্টেরন লেভেলেও কোনো সমস্যা থাকতে পারে।’

আরো পড়ুন:

ডিম্বাণুর মতো নারীর শরীর থেকে টেস্টোস্টেরন ফুরিয়ে যায়। তা উল্লেখ করে কেট উইন্সলেট বলেন, ‘অনেক মানুষ রয়েছেন যারা এসব বিষয় জানেনই না। নারীর শরীরের টেস্টোস্টেরন থাকে। সেটা ডিম্বাণুর মতো ফুরিয়ে যায়। এটি শেষ হয়ে গেলে আপনাকে প্রতিস্থাপন করাতে হবে। টেস্টোস্টেরন প্রতিস্থাপন করলে আপনি পুনরায় যৌন আকাঙ্ক্ষা অনুভব করবেন।’

ওই শ্রোতাকে আশ্বস্ত করে কেন উইন্সলেট বলেন, ‘এটা (টেস্টোস্টেরন ফুরিয়ে যাওয়া) আপনার দোষ না। নারীর শরীর পরিবর্তনের মধ্য দিয়েই যায়। আমাদের শরীর রহস্যময়। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটি অদ্ভুত আচরণ করে।’

যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার পেছনে হরমোনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। এজন্য ওই শ্রোতাকে তা পরীক্ষা করানোর পরামর্শ দেন কেট। সময়ের সঙ্গে নারীর শরীরে পরিবর্তন ঘটে। এটার ইতিবাচক দিকও রয়েছে বলে জানান এই অভিনেত্রী।

এ বিষয়ে কেট উইন্সলেট বলেন, “আমি মনে করি, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারী আরো আবেদনময়ী হয়। তারা কে এবং তাদের শক্তির সত্যতার বিষয়ে বুঝতে পারে। বিশ্বব্যাপী তারা দ্বিধাহীনভাবে চলতে পারে। আমি সবসময় বন্ধুদের বলি, ‘তোমাকে সুন্দর দেখাচ্ছে।”

তথ্যসূত্র: পেজ সিক্স

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়