ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অক্ষয় কুমার ‘দুধওয়ালা’ ছিলেন: অজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:০৭, ১০ নভেম্বর ২০২৪
অক্ষয় কুমার ‘দুধওয়ালা’ ছিলেন: অজয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। রুপালি জগতে তাকে সবাই ‘অক্ষয় কুমার’ নামেই চেনেন। তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায়।

অক্ষয় কুমার এক সময় ঢাকার পূর্বাণী হোটেলে বাবুর্চির কাজও করেছেন। আজ তিনি বলিউডের প্রতিষ্ঠিত অভিনেতা! নাম-খ্যাতি যেমন কুড়িয়েছেন, তেমনি অঢেল অর্থের মালিকও হয়েছেন। এবার তার সহশিল্পী অজয় দেবগন জানালেন, অভিনয়ে আসার আগে ‘দুধওয়ালা’ ছিলেন অক্ষয় কুমার।  

আরো পড়ুন:

বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন অজয় দেবগন। এ আলাপচারিতায় জানতে চাওয়া, অক্ষয় কুমারের এমন কোনো তথ্য দেন, যা কেউ এখনো জানেন না। এ বিষয়ে অজয় দেবগন বলেন, ‘সবাই জানেন অক্ষয় কুমার ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন। কিন্তু আপনারা কি জানেন, এর আগে তিনি দুধওয়ালা ছিলেন। পরবর্তীতে তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করতে পারেন।’

কয়েক দিন আগে মুক্তি পেয়েছে অজয় দেবগনের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘সিংহম’-এর তৃতীয় কিস্তি। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে।

অক্ষয় কুমারের হাতে বর্তমানে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘জলি এলএলবি থ্রি’, ‘স্কাই ফোর্স’, ‘হাউজফুল ফাইভ’, ‘কানাপা’, ‘হেরা ফেরি থ্রি’ প্রভৃতি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়