ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কমল হাসান চান না কেউ তাকে ‘বিশ্বের রাজা’ বলুক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৪, ১১ নভেম্বর ২০২৪
কমল হাসান চান না কেউ তাকে ‘বিশ্বের রাজা’ বলুক

ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা কমল হাসান। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয়। বেশ আগে রাজনীতির মাঠে নেমেছেন তিনি। ২০১৮ সালের শুরুতে নিজে মাক্কাল নেদি মায়াম (ইংরেজিতে- পিপলস জাস্টিস পার্টি) নামে রাজনৈতিক দল গঠন করেন তিনি।

ভক্ত-অনুরাগীরা কমল হাসানকে ‘উলাগানয়াগান’ বা ‘বিশ্বের রাজা’ বলে ডেকে থাকেন। কিন্তু এই উপাধি প্রত্যাখান করলেন কমল হাসান। এই নামে না ডাকতে বিনীতভাবে অনুরোধ করেছেন এই দাপুটে অভিনেতা।

আরো পড়ুন:

বিষয়টি নিয়ে কমল হাসান লিখিত একটি বিবৃতি নিজের মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) পোস্ট করেছেন। তাতে তিনি লেখেন, “উলাগানয়াগান’-এর মতো প্রিয় উপাধিতে ভূষিত হওয়ার জন্য সবসময়ই গভীরভাবে কৃতজ্ঞতা অনুভব করেছি। এই ধরনের প্রশংসা জনগণের দেওয়া এবং সম্মানিত সহকর্মী এবং প্রশংসকদের দ্বারা স্বীকৃত। আপনাদের এই ভালোবাসা পেয়ে সত্যি আমি অনুপ্রাণিত হয়েছি।”

চলচ্চিত্রের শিল্প ব্যক্তিকে ছাড়িয়ে যায়। এ তথ্য উল্লেখ করে কমল হাসান লেখেন, ‘চলচ্চিত্রের শিল্প যেকোনো ব্যক্তিকে ছাড়িয়ে যায়। আমি শিল্পের একজন ছাত্র। সুতরাং চিরকাল আমি শিখতে চাই এবং বিকশিত হতে চাই। সিনেমা অন্য যেকোনো সৃষ্টিশীল কাজের মতোই। এটি অগণিত শিল্পী, টেকনিশিয়ান এবং দর্শকরা তৈরি করেন; যাতে মানবতার বৈচিত্র্যময় প্রতিফলন ঘটে।’

‘উলাগানয়াগান’ উপাধি প্রত্যাখানের কথা জানিয়ে কমল হাসান লেখেন, “আমার বিশ্বাস, শিল্পীকে শিল্পের ঊর্ধ্বে উন্নীত করা উচিত নয়। আমি এই সমস্ত ‘উপাধি’ সম্মানের সঙ্গে প্রত্যাখ্যান করছি। আমার সমস্ত ভক্ত, মিডিয়া, চলচ্চিত্র অঙ্গনের ব্যক্তিবর্গ, পার্টির সদস্যসহ ভারতীয়দের বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে শুধু কমল হাসান বা কমল কিংবা কেএইচ বলে সম্বোধন করুন।”

জানা যায়, ‘উলাগা নয়াগান’ তামিল ভাষার একটি জোড়া শব্দ। ‘উলাগাম’ মানে ‘বিশ্ব’ আর ‘নয়াগান’ মানে বীরের সমার্থক। ‘উলাগা নয়াগান’ ইংরেজিতে অনুবাদ করা যেতে পারে— ‘হিরো অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘কিং অব দ্য ওয়ার্ল্ড’। যার বাংলা তরজমা হতে পারে— ‘বিশ্বের রাজা’। অভিনেতা কমল হাসানের প্রশংসা করে এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন পরিচালক কে. এস. রবিকুমার।

ছোটবেলায় অভিনয়ের হাতেখড়ি কমল হাসানের। ১৯৬০ সালে ‘কালাথোর কান্নাম্মা’ সিনেমায় প্রথম অভিনয় করেন। তখন তার বয়স মাত্র ৫ বছর। এতে অভিনয় করেই শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। নায়ক থেকে খলনায়ক, কমেডিয়ানসহ বিচিত্র সব চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান। এমনকি নারী চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

শুধু অভিনয় নয়, প্রযোজক, নির্মাতা, সংগীতশিল্পী, কোরিওগ্রাফার, চিত্রনাট্যকার ও গীতিকার হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন কমল হাসান। অভিনয় ক্যারিয়ারে ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়