ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপুর রূপে মুগ্ধ পূজা!

প্রকাশিত: ১৬:১০, ৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:১১, ৪ ডিসেম্বর ২০২৪
অপুর রূপে মুগ্ধ পূজা!

অপুর এ ছবিতে মুগ্ধ পূজা

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। ইদানিং সামজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব দেখা যায় তাকে। নানা সময়ে নায়িকাকে ভিন্ন রূপে দেখে প্রশংসা করেছেন তার ভক্তরা।  

দিন চারেক আগে নতুন মেকওভারে ধরা দেন অপু বিশ্বাস। রয়েল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীলে নীলাঞ্জনায় পরিণত হন এই নায়িকা। এমন লুকে দেখে ভক্তরাও হতবাক। একজন কমেন্ট বক্সে লেখেন— ‘নীলপরী’।

আরো পড়ুন:

শুধু নীলেই নয়, সাদা রঙের পোশাকেও নজর কেড়েছেন অপু বিশ্বাস। সদ্যই কিছু ছবি অপু বিশ্বাসের টাইমলাইনে ভেসে বেড়াতে দেখা যায়। নতুন এই মেকওভারে পুরো সাদাতেও ফুটে উঠেছেন অপরূপ অপু বিশ্বাস।

সাদা রঙের সালোয়ার-কামিজের সঙ্গে পরেছেন ওড়না। সাদা ওড়নার ওপরে রুপালি পুঁথির কাজ দেখা যায়। ড্রেসের সঙ্গে মিল রেখে পরেছেন সাদা হিল। শুধু তাই নয়, কানে পাথরের দুল, হাতে রতনচূড়ও নজর কেড়েছে অনুরাগীদের।

নেটিজেনদের একজন লেখেন, “নতুন এক্সপ্রেশন, নতুন লুকে সুন্দর।” আবার একজন লেখেন, “পরী!” আরেকজন লেখেন, “এত সুন্দর কেন দিদি আপনি?”  

অপু বিশ্বাসের এই ছিমছাম সাজ অনুরাগীদেরও যেমন মুগ্ধ করেছে, তেমনি চমকে যান চিত্রনায়িকা পূজা চেরিও। অপুর পোস্টে মন্তব্য করেছেন। তিনি লেখেন, “ইসসস! কি সুন্দর! দিদি”। পূজার মন্তব্যের জবাবও খুব আদুরেভাবে দিয়েছেন অপু বিশ্বাস। তিনি লেখেন, “তোমার মতো না হানি”।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়