ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেদারল্যান্ডসে যাচ্ছে জয়ার ‘পুতুল নাচের ইতিকথা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫১, ১৯ ডিসেম্বর ২০২৪
নেদারল্যান্ডসে যাচ্ছে জয়ার ‘পুতুল নাচের ইতিকথা’

জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায়ই সমানভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলো বিশ্বের বিভিন্ন উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়াচ্ছে। এবার জয়া অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে সিনেমাটি।

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার সুমন মুখার্জি। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে ‘পুতুল নাচের ইতিকথা’।

আরো পড়ুন:

কলকাতার এই সিনেমায় ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরুর সময়টা উঠে আসবে। মূল উপন্যাসে সময়টা আরো পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আছেন আবীর চ্যাটার্জি। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চ্যাটার্জি ও অনন্যা চ্যাটার্জিকে।

সিনেমাটি জয়ার নিজেরও খুব প্রিয়। এটি বিদেশের উৎসবে জায়গা পেয়েছে জেনে আনন্দিত জয়া আহসান বলেন, “আন্তর্জাতিক স্তরে এই সিনেমার যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। এত বছরের চলচ্চিত্রজীবনে এটা বিরাট প্রাপ্তি। আশা করি, সিনেমাটি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে।”

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে মানিক বন্দোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর এটি সাফটা চুক্তিতে আসতে পারে বাংলাদেশেও।

এদিকে, দেশের প্রেক্ষাগৃহে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাবে জয়া আহসান অভিনীত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়