ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাওয়ার চেয়ে বেশি নেচে কটাক্ষের শিকার জেফার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ২০ ডিসেম্বর ২০২৪  
গাওয়ার চেয়ে বেশি নেচে কটাক্ষের শিকার জেফার

কনসার্টে গাইছেন জেফার

পরনে গাঢ় সবুজ শাড়ি, গায়ে মেরুন রঙের ব্লাউজ। গলায় নেকলেস, কপালে টিপ। মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। এমন লুকে, মাইক্রোফোন হাতে ‘বসন্ত বাতাসে’ শিরোনামের গান গাইছেন আলোচিত গায়িকা জেফার। আর গানের তালে নাচছেন এই শিল্পী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়।

জানা যায়, বিজয় দিবসে রাজধানীতে অনুষ্ঠিত হয় ‘সবার আগে বাংলাদেশ’ শিরোনামে কনসার্ট। এ মঞ্চে গানের চেয়ে অধিক নেচেই আলোচনার জন্ম দিয়েছেন জেফার। এ নিয়ে দারুণ সমালোচনার মুখেও পড়েছেন তিনি। ভাইরাল ভিডিওর কমেন্ট বক্সে চোখ রাখলেই তা স্পষ্ট।

আরো পড়ুন:

শামীম রহমান লেখেন, “গান কম শুনছি, পাঙ্গাশ মাছের পেটি দেখছি বেশি, অসাম।” একজন লেখেন, “সাউন্ডবক্সে গান বাজিয়ে যদি কনসার্টে গানই শোনাতে হয়, তাহলে জেফারকে আনা হয়েছে শুধু নাচ দেখানোর জন্যই?” অন্য একজন লেখেন, “অটো টিউন শিল্পীরা লাইভে এমনই গাইবে।”

২০১১ সালে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে ইউটিউবে প্রকাশ করে সাড়া ফেলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী জেফার রহমান। বাংলাদেশের প্রথম ইউটিউব বেইজড মিউজিশিয়ান জেফার। পরবর্তীতে ইউটিউব থেকে স্টেজ শোয়ে পা রাখেন। স্বকীয় গায়কি আর ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে সহজেই সবার থেকে আলাদা হয়েছেন তিনি। নেমেসিস, ওয়ারফেইজ, অর্থহীন-এর মতো দেশের বড় বড় ব্যান্ডগুলোর সঙ্গে অসংখ্য স্টেজ শো করেছেন জেফার।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়