ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের থানায় আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ২৪ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১২:৫২, ২৪ ডিসেম্বর ২০২৪
ফের থানায় আল্লু অর্জুন

আল্লু অর্জুন

সমন পাওয়ার পর হায়দরাবাদের চিকড়পল্লী থানায় হাজির হয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় থানায় উপস্থিত হন ‘পুষ্পা’খ্যাত এই তারকা।

দি ইকোনোমিক টাইমস জানিয়েছে, সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়। এই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় আল্লু অর্জুনকে। তাতে সাড়া দিয়ে চিকড়পল্লী থানায় হাজির হয়েছেন এই অভিনেতা।

আরো পড়ুন:

গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক।

এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হায়দরাবাদের চিকড়পল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং সন্ধ্যা সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতির পরিবার। রেবতির পরিবারের অভিযোগ, আল্লু অর্জুনের আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।

এ মামলায় গত ১৩ ডিসেম্বর সকালে জুবলি হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। সেখান থেকে তাকে নেওয়া হয় চিকড়পল্লী থানায়। এরপর নামপল্লী আদালতে তোলা হলে আল্লু অর্জুনকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর আল্লু অর্জুনের আইনজীবী হাই কোর্টের দ্বারস্থ হলে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়