ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:১১, ২৯ ডিসেম্বর ২০২৪
বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

প্রিয়ন্তী উর্বী

বিয়ে করলেন মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। তার বরের নাম সালমান আহমেদ। গত ২৭ ডিসেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

গতকাল রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানান উর্বী। ছবিটি রাজধানীর গুলশান আজাদ মসজিদের সামনে তোলা। এ ছবির ক্যাপশনে লেখেন, “এই খামখেয়ালী লোকটিকে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ।”

আরো পড়ুন:

উর্বীর বর সালমান আহমেদ একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত। কাজের সূত্রেই তাদের পরিচয়। কাজের সুবাদে দেখা-সাক্ষাৎ, আলাপ–আলোচনা। একপর্যায়ে তাদের বন্ধুত্ব হয়ে যায়। চলতি বছরের জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল। এ উপলক্ষে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তারা।

বরের সঙ্গে প্রিয়ন্তী উর্বী

কক্সবাজারে সমুদ্রের তীরে সিনেমাটিক স্টাইলে নায়িকা উর্বীকে পায়েল পরিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান। এরপর বিষয়টি পারিবারিক পর্যায়ে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের বৈঠক হয়। সর্বশেষ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন এই যুগল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি নেন প্রিয়ন্তী উর্বী। ২০১৯ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। ২০২০ সালের শেষের দিকে বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে ক্যারিয়ার শুরু করেন। ২০২১ সালের মার্চে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বিড়াল’ নাটক দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন।

২০২২ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন উর্বী। অ্যান্থলজি সিনেমা ‘এই মুহূর্ত’র ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে এই মাধ্যমে অভিষেক ঘটে। পরে ‘ক্যাফে ডিজায়ার’, ‘ইন্টার্নশিপ’, ‘অপলাপ’, ‘কালপুরুষ’ প্রভৃতি ওয়েব ফিল্ম-সিরিজে দেখা যায় তাকে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়