ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একসঙ্গে তিন তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৩১ ডিসেম্বর ২০২৪  
একসঙ্গে তিন তারা

আবুল হায়াত, শখ, দিলারা জামানসহ অন্যরা

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেতা আবুল হায়াত একাধারে একজন নাট্যকার, পরিচালক ও লেখক। তবে অভিনেতা পরিচয়েই বেশি পরিচিত ও দর্শকপ্রিয়তা পেয়েছেন। নিয়মিত অভিনয় করছেন তিনি। তারই ধারাবাহিকতায় একটি ওভিসির শুটিং করলেন।

গৌতম সাহার আয়োজনে মুস্তফা তারিক হাদীর পরিচালনায় হাউজকলস হোমকেয়ারের বিজ্ঞাপনে আবুল হায়াতের সঙ্গে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী দিলারা জামান ও জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। ওভিসিটি নির্মাণ করা হয়েছে আমেরিকার ভার্জিনিয়ার এর কোম্পানি হাউজকলস হোমকেয়ারের জন্য।

আরো পড়ুন:

বিজ্ঞাপনটি নির্মাণের কারণ ব্যাখ্যা করে কোম্পানির কর্ণধার ফখরুল ইসলাম স্বপন বলেন, “আমরা ভার্জিনিয়াতে বয়স্ক বাবা-মার সেবার জন্য মানবিক দিক চিন্তা করে বাবা-মায়ের সেবা করেই উপার্জনের একটা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের এই মানবিক উদ্যোগকে প্রবাসী বাঙ্গালিদের মাঝে ছড়িয়ে দেয়াই আসল উদ্দেশ্য।”

কোরিওগ্রাফার ও আয়োজক গৌতম সাহা বলেন, “আমি মূলত সেলিব্রিটিদের নিয়ে ফটোশুট, ভিডিও শুটের কাজ করি। কিন্তু ওভিসি এটা আমার প্রথম কাজ এবং প্রথম কাজ হিসেবেই আবুল হায়াত স্যার, দিলারা জামান ম্যাডাম এবং শখের মতো বড় শিল্পীদের নিয়ে কাজ করতে পেরে সত্যিই আনন্দিত। আশা করি, কাজটি দেখে সবার ভালো লাগবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়