ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝড় তোলা আল্লু অর্জুনের ২০২৪: নতুন বছরে যেসব সিনেমা আসছে

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:০৭, ১ জানুয়ারি ২০২৫
ঝড় তোলা আল্লু অর্জুনের ২০২৪: নতুন বছরে যেসব সিনেমা আসছে

আল্লু অর্জুন

বিলুপ্তপ্রায় লালচন্দন কাঠের চোরাচালানের গল্প নিয়ে পরিচালক সুকুমার নির্মাণ করেছেন ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজ। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম পার্টের পর প্রায় তিন বছরের বিরতি। অপেক্ষার প্রহর ভেঙে গত বছরের ৫ ডিসেম্বর ‘পুষ্পা’ রূপে পর্দায় হাজির হন আল্লু অর্জুন। ফিরেই বক্স অফিসে ঝড় তুলেন ‘শ্রীবল্লী’ রাশমিকার প্রেমিক।

ভক্তদের বাধভাঙা উন্মাদনা, বক্স অফিসে ঝড়, গ্রেপ্তার ও কারাভোগের ফলে চূড়ান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন আল্লু অর্জুন। ২০২৪ সালের শেষ লগ্ন পর্যন্ত তা বহমান ছিল। ২০২৫ সালে পা দেওয়ায় যে আলোচনা থমকে গেছে তা কিন্তু নয়! বক্স অফিসে ‘পুষ্পা টু’ সিনেমার জয়রথ এখনো চলমান।

আরো পড়ুন:

‘পুষ্পা টু’ সিনেমার কারণে এতদিন অন্য কোনো সিনেমার শুটিং করেননি আল্লু অর্জুন। তবে বেশ কটি সিনেমার কাজ হাতে নিয়েছেন। আর নতুন বছরে এসব সিনেমা মুক্তির প্রাথমিক পরিকল্পনাও করেছেন নির্মাতারা।

পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাস আল্লু অর্জুনকে নিয়ে তেলেগু ভাষার একটি সিনেমার কাজ হাতে নিয়েছেন। আপাতত সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এএ২২’। রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটির প্রধান চরিত্র রূপায়ন করবেন আল্লু অর্জুন। আল্লু অরবিন্দ, এস রাধা কৃষ্ণা প্রযোজিত সিনেমাটির সংগীত পরিচালনা করবেন থম্যান এস। আগামী মার্চে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে। চলতি বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

‘অ্যানিমেল’খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা আল্লু অর্জুনকে নিয়ে তেলেগু ভাষার একটি সিনেমা নির্মাণের তোড়জোড় শুরু করেছেন। এটিও রোমান্টিক-অ্যাকশন ঘরানার গল্প নিয়ে কাহিনি এগিয়েছে। আপাতত সিনেমাটির নাম রাখা রয়েছে ‘এএ২৩’। এটি প্রযোজনা করছেন ভূষণ কুমার। একই প্রযোজকের ‘স্পিরিট’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক সন্দীপ। প্রভাস অভিনীত এ সিনেমার শুটিং শেষে ‘এএ২৩’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতারা। চলতি বছরের ১১ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা জানা গেছে।

আল্লু অর্জুনকে নিয়ে তেলেগু ভাষার সিনেমা নির্মাণে হাত দিয়েছেন ‘জনতা গ্যারেজ’খ্যাত নির্মাতা কোরাতলা শিবা। অ্যাকশন-থ্রিলার ঘরানার গল্প নিয়ে এগিয়েছে কাহিনি। প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘এএ২১’। ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং শেষের পরই সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ‘পুষ্পা টু’ মুক্তির পর তৈরি জটিলতার কারণে তা থমকে যায়। খুব শিগগির শুটিং শুরু করবেন নির্মাতারা। এটি প্রযোজনা করছেন সুধাকর। নতুন বছরের ২০ ডিসেম্বর এটি মুক্তির কথা জানা গেছে।

গত কয়েক বছর ধরে ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজিতে আল্লু অর্জুনকে ধুন্ধুমার অ্যাকশন লুকে দেখে আসছেন তার ভক্ত-অনুরাগীরা। আল্লু অর্জুনকে সেখান থেকে বের করে পরিচালক বেনু শ্রীরাম রোমান্টিক রূপে পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করেছেন। তেলেগু ভাষার এ সিনেমার নাম রেখেছেন ‘আইকন’। এটি প্রযোজনা করছেন দিল রাজু। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ১৬ ডিসেম্বর এটি মুক্তির কথা রয়েছে। 

 

তথ্যসূত্র: ফিল্মিবিট, ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়