ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমন উন্মাদ দাবানল কখনো দেখিনি, যুক্তরাষ্ট্র থেকে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৪, ৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৪৬, ৯ জানুয়ারি ২০২৫
এমন উন্মাদ দাবানল কখনো দেখিনি, যুক্তরাষ্ট্র থেকে নোরা ফাতেহি

দাবানলে পুড়ছে বাড়ি-গাড়ি, নোরা ফাতেহি (বাঁ থেকে)

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পয়েছে ভয়াবহ দাবানল। বিনোদনজগতের রাজধানী হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেসের স্থানীয় অনেক বাসিন্দার ঘরবাড়ি পুড়ে গেছে। হলিউডের অনেক তারকার বাড়িঘরও ভস্মীভূত হয়েছে। ভয়ংকর এই পরিস্থিতি নিজ চোখে দেখে বিস্মিত বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। তার ভাষায়— “এটি উন্মাদ দাবানল।”

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যান নোরা ফাতেহি; যার ফলে ভয়ংকর এই দৃশ্য নিজ চোখে দেখার সুযোগ হয়েছে তার। গতকাল রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেই অভিজ্ঞতার কথা ব্যাখ্যা করেন বলিউডের হার্টথ্রব এই নায়িকা।

আরো পড়ুন:

নোরা ফাতেহি বলেন, “আমি লস অ্যাঞ্জেলেসে রয়েছি; এমন উন্মাদ দাবানল কখনো দেখিনি। সত্যি, এটি বিকারগ্রস্ত! মাত্র পাঁচ মিনিট আগে এই স্থান ত্যাগ করার আদেশ পেয়েছি। দ্রুত জিনিসপত্র গুজিয়ে এখান থেকে সরে যাচ্ছি। আমরা বিমানবন্দরের কাছে যাব। কারণ আজই আমার ফ্লাইট। আশা করছি, তা ধরতে পারব।”

খানিকটা ব্যাখ্যা করে নোরা ফাতেহি বলেন, “আশা করছি, ফ্লাইট বাতিল হবে না। কারণ এটি ভীষণ ভয়ংকর। আমি আপনাদের আপডেট তথ্য জানাব। ধারণা করছি, সবাই নিরাপদে আছেন। আমি আমার জীবনে এমন কিছু কখনো দেখিনি।”

তবে নোরার ফ্লাইট সঠিক সময়ে উড্ডয়ন করেছে কিনা তা জানা যায়নি। কারণ এরপর আর কোনো আপডেট জানাননি এই অভিনেত্রী।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়