ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিনিকের খাঁচায় বন্দি বুবলী!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৩৯, ১৯ জানুয়ারি ২০২৫
পিনিকের খাঁচায় বন্দি বুবলী!

‘পিনিক’ সিনেমায় বুবলীর ফার্স্ট লুক

চিত্রনায়িকা শবনম বুবলীর পরবর্তী সিনেমা ‘পিনিক’। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। মুক্তিকে সামনে রেখে সিনেমাটির পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা। এর মাধ্যমে মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা।

গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় সিনেমাটির। শুটিংয়ের মাঝপথে সিনেমার নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। এবার এলো বুবলীর ফার্স্ট লুক। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা। চোখে রোদচশমা। বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দি। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশকে আবৃত।

আরো পড়ুন:

বুবলী

সিনেমাটিতে বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। সিনেমাটির অন্যতম প্রযোজক শিমুল খান বলন, “এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্যরকম একজন। পর্দায় তাকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই সিনেমার একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা–প্রতিশোধের গল্প।”

সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন— আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহ-প্রযোজনায় রয়েছেন অভিনয়শিল্পী শিমুল খান।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়