ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২০ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৬, ২০ নভেম্বর ২০২৫
বৃদ্ধাশ্রমে বুবলীর জন্মদিন

শবনম বুবলী

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। বেশকিছু সিনেমায় অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) তার জন্মদিন। বাবা-মা, একমাত্র ছেলে শেহজাদ ছাড়াও বৃদ্ধাশ্রমে গিয়ে বিশেষ দিনে সময় কাটান এই অভিনেত্রী।   

অন্যান্য বছরের মতো উৎসবমুখর জন্মদিন উদযাপনের বাইরে গিয়ে বুবলী তার বিশেষ দিনে ব্যতিক্রমী এই আয়োজন করেন। রাজধানীর একটি বৃদ্ধাশ্রমে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সময় কাটান, কেক কাটেন, গল্প করেন আর ভাগ করে নেন খাবার। শুধু তাই নয়, সেখানে উপস্থিত প্রতিটি সিনিয়র সিটিজেনের জন্য আলাদা উপহারের ব্যবস্থাও করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

এ বিষয়ে শবনম বুবলী বলেন, “জন্মদিনের আগে থেকেই দেশ-বিদেশের ভক্তদের কাছ থেকে অসংখ্য শুভেচ্ছা পাই। সবার বার্তায় আলাদা করে জবাব দিতে না পারলেও প্রতিটি বার্তা মন দিয়ে পড়ি। এগুলো আমাকে গভীরভাবে ছুঁয়ে যায়। তাই এবার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল।” 

বর্তমানে বুবলীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। জাহিদ জুয়েলের ‘পিনিক’, লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ এবং ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়