ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

বিয়ের ইঙ্গিত দিলেন তমালিকা!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৫৯, ২০ জানুয়ারি ২০২৫
বিয়ের ইঙ্গিত দিলেন তমালিকা!

প্রভীনের সঙ্গে তমালিকা

জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকার দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেক আগে থেকে তার বিয়ের গুঞ্জন উড়ছে। এবার তমালিকা নিজেই বিয়ের ইঙ্গিত দিলেন।

সোমবার (২০ জানুয়ারি) তমালিকা তার ফেসবুকে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন।’ ছবিতে প্রভীন নামের ব্যক্তির সঙ্গে আদুরে ঢঙে দেখা যায় তমালিকাকে। তবে কবে, কখন, কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত করেননি এই অভিনেত্রী।

প্রভীনের সঙ্গে তমালিকা

আরো পড়ুন:

ছবিটি শেয়ার করার পর থেকে ভক্ত-শুভাকাঙ্খীরা অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন তমালিকাকে। এ তালিকায় মিডিয়া অঙ্গনের অনেকেই রয়েছেন। যেমন— নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, আঁখি আলমগীর, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ।

এর আগেও প্রভীনের সঙ্গে অনেক ছবি শেয়ার করেছেন তমালিকা। কিন্তু তখন এত আলোচনা হয়নি। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতেই বিয়ে নিয়ে জল্পনা শুরু হয়।

তমালিকা ঘটা করে বিয়ের খবর না জানালেও তার কাছের মানুষদের থেকে জানা যায়, বেশ আগেই বিয়ে করেছেন তিনি। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রভীনের সঙ্গে তার পরিচয়। এরপর প্রেম, অতঃপর বিয়ে করেন তারা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়