ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নাট্যশিল্পী এরশাদ হাসানকে নিয়ে মঞ্চে আসছেন ফেরদৌসী মজুমদার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ২০ নভেম্বর ২০২৫  
নাট্যশিল্পী এরশাদ হাসানকে নিয়ে মঞ্চে আসছেন ফেরদৌসী মজুমদার

নাট্যশিল্পী মো. এরশাদ হাসানের একক অভিনীত নাটক ‘ভাসানে উজান’। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে।   

দীর্ঘদিন পর শিল্পকলা একাডেমির মঞ্চে হাজির হতে যাচ্ছেন একক নাটকের পথিকৃৎ, মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। উদ্দেশ্য, বিবেকানন্দ থিয়েটার প্রযোজিত ‘ভাসানে উজান’ নাটককের উদ্বোধন করা। তিনিই থাকবেন এ আয়োজনের মধ্যমণি। 

আরো পড়ুন:

দেশের তারুণ্যনির্ভর সক্রিয় নাট্যসংগঠন বিবেকানন্দ থিয়েটারের ২৫তম প্রযোজনা ‘ভাসানে উজান’। দস্তয়ভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর নাটকটিতে একক অভিনয় করবেন মো. এরশাদ হাসান। 

নাটকটির নির্মাণ নেপথ্যে মঞ্চ ও আলোয় পলাশ হেন্ড্রি সেন দেখার মাঝে অদেখা আবার অদেখার মাঝে দেখাকে দৃশ্যমান করে তোলার চেষ্টা করেছেন। এ ক্ষেত্রে বিন্দু পরিমাণ উপকরণে সিন্ধুসম দৃশ্যকল্প ফুটিয়ে তোলায় তার আন্তরিক প্রচেষ্টা। সংগীতে হামিদুর রহমান পাপ্পু সুরের মূর্ছনায় মনের গহীনে আলো ফেলেছেন। পোশাকে এনাম তারা সাকি আশরাফ বোয়ারীর এন্টিক এবং আধুনিক সত্তার রসায়ন নয়ানাভিরাম করে ফুটিয়ে তুলবে নাটকটিকে।  

কোরিওগ্রাফিতে রবিন বসাক থিয়েটার এবং যাত্রার অভিনয় আঙিকের ফিউশানের উপর জোর দিয়েছেন। রূপসজ্জায় নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় চেষ্টা করেছেন আশরাফ বোয়ারী মানুষটির মনের চেহারাটাকে রং তুলি দিয়ে আঁকতে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়