ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাহসানের সঙ্গী নাদিয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৪৩, ২ ফেব্রুয়ারি ২০২৫
তাহসানের সঙ্গী নাদিয়া

উদ্বোধনী অনুষ্ঠানে তাহসান-নাদিয়া

জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের সঙ্গী হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। একসঙ্গে একটি পোশাকের ব্র্যান্ডের শো-রুম উদ্বোধন করেন তারা।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটিতে মাইক্লো বাংলাদেশের ১৩তম শোরুম উদ্বোধন করেন তাহসান-নাদিয়া। তাহসান খান বলেন, “মাইক্লো বাংলাদেশ’ এত সুন্দর মানসম্মত তৈরি পোশাক নিয়ে আসছে, তা দেখে আমার অবাক লাগছে। লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইক্লো’ তারা তাদের স্টাইল এবং মানের প্রতি প্রতিশ্রুতির প্রমাণ রেখে যাচ্ছে। ভবিষ্যতেও তাদের সেই চেষ্টা অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি।”

আরো পড়ুন:

উচ্ছ্বসিত নাদিয়া বলেন, “মাইক্লো’ বাংলাদেশ’ পোশাকের গুণগত মান খুবই ভালো। এ কারণেই অল্প সময়েই সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। লাইফস্টাইল ব্র্যান্ড মাইক্লোর এই নতুন যাত্রায় অংশ হতে পেরে খুবই আনন্দিত।”

অনুষ্ঠানে উপস্থিত মাইক্লোর পরিচালক বাবু আরিফ বলেন, “জাপানি পোশাক, লাইফস্টাইল ও কোয়ালিটি থেকে অনুপ্রাণিত হয়ে ‘মাইক্লো’ জাপানি গুণগতমান ও উদ্ভাবনী কাপড়ের উপাদানকে অনুসরণ করছে। একইভাবে পোশাক তৈরি ও গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করছে। আমি বিশ্বাস করি, দাম, মান ও চাহিদা বিবেচনায় সর্বসাধারণের পোশাকের প্রিয় ব্র্যান্ডই নয় বরং ফ্যাশনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠবে মাইক্লো।”

মাইক্লো বাংলাদেশের অপারেশন উপদেষ্টা কাজী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “মাইক্লো বাংলাদেশ মানসম্মত, টেকসই ও সাশ্রয়ী মূল্যের পছন্দের পোশাক দেওয়ার লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ১৩তম শোরুম চালু করে মাইক্লো আরো একটা নতুন অধ্যায়ের সূচনা করল। আমরা বাংলাদেশের জনগণকে আরামদায়ক, পরিবেশ-বান্ধব পোশাক সরবরাহের যাত্রা চালিয়ে যেতে পেরে আনন্দিত।”

উদ্বোধন উপলক্ষে বসুন্ধরা সিটি লেভেল ফাইভে ক্রেতাদের জন্য সপ্তাহব্যাপী আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি রয়েছে সব পণ্যের ওপর বিশেষ মূল্যছাড়। ৮ ফেব্রুয়ারি ও ১৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ এবং চট্টগ্রামে নতুন শোরুম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে তাদের।

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়