ঢাকা     রোববার   ১৬ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনয়ে ফিরছেন শতাব্দী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ৭ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৫:৫১, ৭ ফেব্রুয়ারি ২০২৫
অভিনয়ে ফিরছেন শতাব্দী

শতাব্দী রায়

ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। ২০০৯ সালে তৃণমূলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। লোকসভা নির্বাচনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত বছর তৃণমূলের টিকিট নিয়ে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ‘গুরুদক্ষিণা’খ্যাত এই নায়িকা।

রাজনীতিতে সরব থাকলেও অভিনয়ে নীরব শতাব্দী রায়। দীর্ঘ দিন পর রুপালি পর্দায় ফিরছেন তিনি। তাকে নিয়ে কলকাতার মৈনাক ভৌমিক নির্মাণ করছেন ‘বাৎসরিক’ সিনেমা।  

আরো পড়ুন:

সিনেমাটির জন্য পরিচালক এমন একজনকে খুঁজছিলেন, যাকে দর্শক অনেক বছর বড় পর্দায় দেখেননি। এ বিষয়ে মৈনাক ভৌমিক বলেন, “উনার সঙ্গে সদ্যই আলাপ হয়েছে। গল্পটা শোনার পর উনার পছন্দ হয়েছে।”

শতাব্দী রায় বলেন, “প্রায় দশ বছর ধরে ক্যামেরার সামনে দাঁড়াই না। কাজের প্রস্তাব পেলেও রাজনীতি সামলে শিডিউল মেলাতে পারিনি। এই সিনেমার ক্ষেত্রে সেটা হয়নি বলেই রাজি হয়েছি।”

শতাব্দী ছাড়াও সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋতাভরী চক্রবর্তী। গল্পে ঋতাভরীর বর মারা যান। আর শতাব্দী রায় হারান তার ভাইকে। এমন অবস্থায় দুজনের সমীকরণ কী দাঁড়ায় সেটাই দেখা যাবে এই সিনেমায়।

চলতি মাসের শেষের দিকে শুরু হবে ‘বাৎসরিক’ সিনেমার শুটিং। বিগ স্ক্রিন প্রোডাকশন হাউজ সিনেমাটি প্রযোজনা করছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়