ঢাকা     শনিবার   ২২ মার্চ ২০২৫ ||  চৈত্র ৯ ১৪৩১

জীবনের ভয় আমরা করি না : চমক

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৫
জীবনের ভয় আমরা করি না : চমক

মডেল অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সোচ্চার ছিলেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করেন এই অভিনেত্রী। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। 

চমক লিখেছেন, “কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।   

স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।’’

তিনি আরো লেখেন, “মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন, নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন, আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত l ধন্যবাদ।”

রাহাত//


সর্বশেষ

পাঠকপ্রিয়