ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫
আজ মেহজাবীন-রাজীবের গায়েহলুদ

আদনান আল রাজীব ও মেহজাবীনের আনন্দঘন মুহূর্ত

গুঞ্জন সবসময়ই গুঞ্জন নয়, কখনো কখনো তা বাস্তবেও রূপ নেয়। তার অকাট্য প্রমাণ অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। প্রেমের গুঞ্জনকে সত্য প্রমাণ করে আজ গায়েহলুদের আসরে বসেছেন।

রাজধানীর অদূরে একটি রিসোর্টে এ জুটির গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়, চলবে সন্ধ্যা পর্যন্ত।

আরো পড়ুন:

জানা যায়, গায়েহলুদ অনুষ্ঠানের আয়োজনে সব মিলিয়ে আড়াই শ অতিথি আমন্ত্রিত। গায়েহলুদের অনুষ্ঠানে মেহজাবীন পরেন লেহেঙ্গা আর আদনান পরেছেন পাঞ্জাবি-পায়জামা। তবে মুঠোফোনে ছবি তোলা বারণ বলে জানা গেছে।

মেহজাবীনের গায়েহলুদের অনুষ্ঠানে একঝাঁক তারকা উপস্থিত রয়েছেন। আমন্ত্রিত অতিথিরা জানিয়েছেন, আজ বেলা ১১টার পর থেকে ভেন্যুতে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। আজ সন্ধ্যার দিকে মেহজাবীন ও আদনানের গায়েহলুদ অনুষ্ঠান শেষ হবে। আগামীকাল সোমবার একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

মেহজাবীন-আদনানের গায়েহলুদের অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে রয়েছেন— নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।

২০১৯ সালে হাতে হাত রেখে শপিংমলে ঘুরেবেড়ানোর একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। এর আগে রাজীব-মেহজাবীনের প্রেমে নিয়ে শোবিজ অঙ্গনে ফিসফাস শোনা গেলেও ভিডিও ফাঁস হওয়ার পর তুমুল আলোচিত হন তারা। যদিও প্রেমের গুঞ্জনের খবর সত্য নয় বলে দাবি করেন মেহজাবীন। তবে রাজীব-মেহজাবীনের প্রেমের সূচনা কোথা থেকে তা এখনো অজানা। এই অজানা অধ্যায় আড়ালে রেখেই নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এই যুগল!

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়