ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৃত্যুর গুজব ঘিরে তোলপাড়: বর্ষাকে সতর্ক করলেন পরীমণি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৭ মে ২০২৫   আপডেট: ১৯:০০, ৭ মে ২০২৫
মৃত্যুর গুজব ঘিরে তোলপাড়: বর্ষাকে সতর্ক করলেন পরীমণি

বর্ষা চৌধুরী, পরীমণি

বুধবার (৭ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গায়িকা ও ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর। বর্ষার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে প্রথমে এই খবর জানানো হয়। এরপর নারী উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হকও তার একটি পোস্টে বর্ষার মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। মুহূর্তের মধ্যেই খবরটি ভাইরাল হয়ে যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে যায় শোক বার্তা।

এরপর ঘটনা নাটকীয় মোড় নেয়। আরেকটি পোস্টে বারিশা হক পরিবারের বরাত দিয়ে জানান, বর্ষা চৌধুরী সুস্থ আছেন এবং মৃত্যুর খবরটি একটি ভুল বোঝাবুঝি। বর্ষার ফেসবুক পেজ থেকে কে এই গুজব ছড়াল, সেটিও তিনি জানেন না বলে দাবি করেছেন।

আরো পড়ুন:

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ফেসবুক স্ট্যাটাসে বর্ষাকে উদ্দেশ্য করে পরীমণি লেখেন, “রাখাল আর বাঘের গল্পের মতো না হোক কোনোদিন। মৃত্যু নিয়ে এমন মজা আর নিয়েন না বা কাউকে নেওয়ার সুযোগও দিয়েন না, ডিয়ার বর্ষা চৌধুরী। যেদিন সত্যি আপনি চলে যাবেন, সেদিন আপনার জন্য শোক প্রকাশের জায়গাটা রাখেন অন্তত। জীবন সুন্দর হোক।”

উল্লেখ্য, ব্যক্তিজীবনে নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন বর্ষা চৌধুরী। বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী, ব্যান্ডশিল্পী রুমি রহমানের মৃত্যুতে ভেঙে পড়েন তিনি। তখন তাদের সন্তান ছিল মাত্র দেড় মাস বয়সি। এরপর সামাজিক মাধ্যমে রুমিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়ে আলোচনায় আসেন বর্ষা।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়