ঢাকা     সোমবার   ১৬ জুন ২০২৫ ||  আষাঢ় ২ ১৪৩২

প্রতিটা মুহূর্ত আমার কাছে মা দিবস: অপু বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ১১ মে ২০২৫   আপডেট: ১৭:৩৮, ১১ মে ২০২৫
প্রতিটা মুহূর্ত আমার কাছে মা দিবস: অপু বিশ্বাস

মায়ের সঙ্গে অপু বিশ্বাসের আনন্দঘন মুহূর্ত

পাঁচ বছর আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের মা। এ অভিনেত্রীর আশ্রয়, প্রেরণা আর ছায়াসঙ্গী ছিলেন তার মা। অথচ অপু আজও বিশ্বাস করতে পারেন না—তার মা বেঁচে নেই! বিশ্ব মা দিবস এই যাতনা যেন বহু গুণে বাড়িয়ে দিয়েছে।   

রবিবার (১১ মে) সকালে মায়ের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কয়েকটি বাক্য লেখেন অপু বিশ্বাস। এই কয়েকটি শব্দে হৃদয়ের সবটুকু হাহাকার উজাড় করে দিয়েছেন তিনি। অপু লেখেন, “মা, প্রত্যেকটা সময়ই আমার কাছে মা দিবস। তোমাকে অনেক মিস করি মা।”

মা হারানোর বাস্তবতা এখনো মেনে নিতে কষ্ট হয় অপু বিশ্বাসের। তার ভাষায়, “আমি অপু বিশ্বাস হয়েছি মায়ের জন্যই। জীবনের যত সাফল্য, সব মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছি। যখন কষ্ট পেয়েছি, সেই বুকই ছিল আমার আশ্রয়। এখনো বিশ্বাস করতে পারি না, মা আর নেই।”

আরো পড়ুন:

মা ছিলেন অপুর শেষ আশ্রয়। জীবনের প্রতিটি সংকটে অপুকে আগলে রেখেছিলেন তার মা। অপু বলেন, “সবাই যখন ভুল বুঝত, মা তখন ঠিকই বুঝতেন আমায়। মৃত্যুর আগ পর্যন্ত আমার পাশে ছিলেন, আমাকে সাহস জুগিয়েছেন। এখনো মনে হয়, মা ছায়ার মতো আছেন আমার চারপাশে।”

সব সন্তানের উদ্দেশ্যে অপু বিশ্বাস বলেন, “বাবা-মা জীবিত থাকতে তাদের ভালোবাসুন, সময় দিন। এই অমূল্য ধন হারিয়ে গেলে তা আর ফিরে পাবেন না।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়