ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যের চার দেশে মুক্তি পেল শাকিবের ‘বরবাদ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৫ মে ২০২৫   আপডেট: ১৮:০৭, ১৫ মে ২০২৫
মধ্যপ্রাচ্যের চার দেশে মুক্তি পেল শাকিবের ‘বরবাদ’

‘বরবাদ’ সিনেমার দৃশ্য

ঈদুল ফিতরে দেশে মুক্তির পর সাড়া ফেলে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। দেশীয় প্রেক্ষাগৃহে দর্শক টানার পাশাপাশি সিনেমাটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড ও ডেনমার্কে মুক্তি পায়। এবার মধ্যপ্রাচ্যে মুক্তি পেল সিনেমাটি।

বৃহস্পতিবার (১৫ মে) থেকে ‘বরবাদ’ দেখা যাবে মধ্যপ্রাচ্যের চার দেশ— সংযুক্ত আরব আমিরাত (দুবাই), ওমান, কাতার ও বাহরাইন। এসব দেশে সিনেমাটি ডিস্ট্রিবিউশন করছে পিএইচএফ, যারা প্রথমবারের মতো কোনো বাংলাদেশি সিনেমা পরিবেশন করছে।

আরো পড়ুন:

প্রযোজক শাহরিন আক্তার সুমি জানান, মধ্যপ্রাচ্যে সেন্সর ছাড়পত্রসহ নানা প্রক্রিয়ার কারণে সিনেমাটি রিলিজে কিছুটা সময় লেগেছে। আশা প্রকাশ করে তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে প্রচুর বাংলাদেশি এবং ভারতীয় দর্শক রয়েছেন। আশা করছি, তারা প্রেক্ষাগৃহে গিয়ে ‘বরবাদ’ উপভোগ করবেন।”

মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই সিনেমা শাকিব খানের সঙ্গে আরো অভিনয় করেছেন ইধিকা পাল, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত ও মামুনুর রশীদ। মুক্তির এক মাসে সিনেমাটি প্রায় ৭৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গেছে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়