ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলাবাজির নাটক বন্ধ করেন, ফারিয়া প্রসঙ্গে নিপুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ১৯ মে ২০২৫   আপডেট: ১৫:০৪, ১৯ মে ২০২৫
মামলাবাজির নাটক বন্ধ করেন, ফারিয়া প্রসঙ্গে নিপুন

নুসরাত ফারিয়া, আশফাক নিপুন

ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ অভিনেত্রীকে গ্রেপ্তারের পর থেকে বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। শোবিজ অঙ্গনের অনেকে নীরবতা ভেঙেছেন।

তরুণ নির্মাতা আশফাক নিপুন নির্মাণের পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়েও ফেসবুকে মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন এই পরিচালক। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণের পর সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ‘কারাগার’খ্যাত এই পরিচালক।     

আরো পড়ুন:

সোমবার (১৯ মে) দুপুরে নিপুন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে এই পরিচালক বলেন, “এভাবেই দিনে দিনে প্রকৃত খুনী, অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হয়ে আসছিল এবং করা হচ্ছে। এটাকে আর যাই হোক, সংস্কার বলে না সরকার।”

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর ঘটনা উল্লেখ করে আশফাক নিপুন বলেন, “হত্যাচেষ্টার যে মামলা করা হলো, যে হত্যার সময় তিনি দেশেই ছিলেন না, সেই অভিনেতা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং কারাগারে প্রেরণ দুর্ভাগ্যজনকভাবে সেই ইঙ্গিতই দেয়।” 

মামলাবাজির নাটক বন্ধ করার আহ্বান জানিয়ে নিপুন বলেন, “আমরা জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার চাইছিলাম। কোনোরকম প্রহসন চাই নাই, এখনো চাই না। চিহ্নিত অপরাধীদের পালিয়ে যাওয়া/পালাতে দেয়া এবং ঢালাও গায়েবি মামলাবাজির নাটক বন্ধ করেন।”

গতকাল দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়াকে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ’ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন এনামুল হক নামে এক ব্যক্তি। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয় নুসরাত ফারিয়াকে।

২০১৫ সালে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমা ‘আশিকি’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর শুরু হয় একের পর এক সিনেমায় কাজ করার অধ্যায়।

‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’— প্রায় প্রতিটি কাজেই তিনি চেষ্টা করেছেন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। ২০২৩ সালে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন নুসরাত ফারিয়া।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়