পরীমনির পরামর্শ ‘ঘুমাও ঘুমাও, ঘুমই উত্তম’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

সোশ্যাল মিডিয়ায় বরাবরের মতোই সোচ্চার পরীমনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক বা পেশাগত নানা বিষয় ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে এবার এই চিত্রনায়িকা দিলেন একটি রহস্যময় বার্তা, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
সোমবার (১৯ মে) ফেসবুক পেজে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি স্ট্যাটাসে পরীমনি লেখেন, “কথা হচ্ছে, কোনো কালেই কথা বলতে পারবা না মনু। ঘুমাও ঘুমাও। ঘুমই উত্তম।”
এই সংক্ষিপ্ত বার্তাটি কার উদ্দেশে, কী প্রসঙ্গে— সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে এমন এক সময় তিনি কথাটি বলেছেন যখন চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ মে) এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। সেখানে নিজের মেজাজ, আবেগ, আর পাবলিক রিঅ্যাকশনের ব্যাপারে অকপটে কথা বলেন তিনি। পরীমনি বলেন, “আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট, অভিমান হয়। আমি সবকিছু নিতে পারি না। দুম করে রিঅ্যাক্ট করে ফেলি। সেই রিঅ্যাকশনটা মানুষ নিতে পারে না। মানুষ বলে নায়িকা হয়ে এমন করা যাবে না। এই বাউন্ডারির মধ্যে পড়ে গিয়ে আমি এখন জাস্ট অ্যাভয়েড করি।”
নিজেকে আড়াল করতে চাইলেও তাতে সফল হতে পারেন না— এমন হতাশাও প্রকাশ করেন পরীমনি।
“আমি যত চাই ঝামেলাগুলো এড়িয়ে জীবনটা উপভোগ করব, ততই ঝামেলাগুলো আমার ওপর জেঁকে বসে। তাই এখন বিশ্বাস করি, সমস্ত ঝামেলা নিয়েই আমাকে বাঁচতে হবে।”
পরীমনি বলেন, “আমি আসলে এনজয় করা ছেড়ে দিয়েছি। এখন শুধু কাজ এবং দুই বাচ্চাকে নিয়েই থাকতে চাই। কষ্ট নেওয়ার জায়গা আর নেই। এখন একটা জিনিস খুব শিখেছি— অ্যাভয়েড করো এবং সুখে থাকো।”
এদিকে, নতুন বছরের শুরুতে ‘গোলাপ’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। এতে তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক নিরব।
ঢাকা/রাহাত