ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ঢঙে গোয়েন্দা গল্প, আসছে মোশাররফ করিমের ‘মির্জা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২২ মে ২০২৫  
নতুন ঢঙে গোয়েন্দা গল্প, আসছে মোশাররফ করিমের ‘মির্জা’

ওয়েব ফিল্ম ‘মির্জা’র পোস্টার

সাত বোনের এক ভাই মির্জা, বয়স ৫০ হলেও অবিবাহিত। যদিও গোয়েন্দাগিরিতেই মগ্ন। পরিবার তার জন্য পাত্রী খুঁজে হয়রান। খেয়ালি স্বভাবের এই মানুষের বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। ক্ষুরধার বুদ্ধি ও তীক্ষ্ম পর্যবেক্ষণ ক্ষমতা তাকে দুর্দান্ত গোয়েন্দায় পরিণত করেছে।

এই ব্যতিক্রমী চরিত্র নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘মির্জা’, যার নাম ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। রহস্য ও হাস্যরসের অপূর্ব মিশেলে নির্মিত এই ফিল্মটি আগামী ২৩ মে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাবে।

আরো পড়ুন:

গল্পের শুরুতে লুনা নামে এক তরুণী, মির্জার কাছে যায় তার নিখোঁজ জমজ বোনের সন্ধানে। সহজ মনে হওয়া এই কেসটি ধীরে ধীরে রূপ নেয় ভয়াবহ গোলকধাঁধায়। উঠে আসে এক ভয়ংকর মাফিয়া চক্র, এক সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা। তাছাড়ও এমন কিছু গোপন সত্য বেরিয়ে আসে, যা বদলে দিতে পারে অনেকের জীবনের গতিপথ।

পরিচালক সুমন আনোয়ার এর আগেও ‘রাতারগুল’, ‘কালাগুল’ ও ‘সদরঘাটের টাইগার’-এর মতো কাজ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এ পরিচালক বলেন, “মির্জা একটি জটিল গল্পের গোয়েন্দা আখ্যান। আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনো আপনার চিন্তায়ও ছিল না।”

মোশাররফ করিম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন— পারসা ইভানা, জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়