ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুকুল দেবের সংসার কেন ভেঙেছিল?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ২৫ মে ২০২৫  
মুকুল দেবের সংসার কেন ভেঙেছিল?

মুকুল দেব

গত শুক্রবার দিবাগত রাতে মারা গেছেন ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা মুকুল দেব। ৫৪ বছর বয়সে তার প্রয়াণ মেনে নিতে পারছেন সহশিল্পীরা। জীবনের শেষ সময়ে একাকিত্বে ভুগেছেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবনে মুকুল দেব ঘর বেঁধেছিলেন শিল্পা নামে এক নারীর সঙ্গে। ২০০০ সালে বিয়ে করেন তারা। শিল্পা শোবিজ অঙ্গনের কেউ নন। ২০০২ সালে তাদের সংসার আলো করে জন্ম নেয় সিয়া নামে একটি কন্যা। দাম্পত্য জটিলতা দেখা দিলে ২০০৪ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন। ২০০৫ সালে মেয়ে সিয়াকে নিয়ে দিল্লিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন শিল্পা। এরপর মুকুলের কাছে আর ফেরেননি। তবে মেয়ের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার।

আরো পড়ুন:

মুকুলের মৃত্যুর পর আলোচনায় উঠে এসেছেন তার প্রাক্তন স্ত্রী শিল্পা। জানা যায়, মুকুলের মৃত্যুর পরও শেষবার দেখার জন্যও যাননি। কী কারণে মুকুলের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটেছিল, তাও আলোচনায় পরিণত হয়েছে। 

এ বিষয়ে মুকুল দেবের এক পড়শি বলেন, “আমার মনে হয়, বেশ কিছু নগন্য বিষয় নিয়ে তৈরি মতবিরোধকে কেন্দ্র করে জটিলতার সূচনা। আপনি এখানে একজনকে দায়ী করতে পারবেন না। দুজনের কারণেই বিয়েটি টিকেনি। কিন্তু শিল্পার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মুকুল দেব আমূল বদলে যান।” 

‘সন অব সরদার’ সিনেমায় মুকুল দেবের সহশিল্পী ছিলেন বিন্দু দারা সিং। ইন্ডিয়া টুডে-কে এ অভিনেতা বলেন, “বাবা-মায়ের মৃত্যুর পর মুকুল নিজেকে আড়ালে নিয়ে যান। এমনকি ঘর থেকেও খুব একটা বের হতেন না বা কারো সঙ্গে দেখা করতেন না। গত কয়েকদিনে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং হাসপাতালে ভর্তি ছিলেন। তার ভাই, তাকে যারা চিনতেন, ভালোবাসতেন তাদের সকলের প্রতি আমার সমবেদনা। মুকুল দেব অসাধারণ একজন মানুষ ছিলেন। আমরা তাকে মিস করব।”

১৯৯৬ সালে ‘দাস্তাক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মুকুল দেব। এতে তার সহশিল্পী ছিলেন সুস্মিতা সেন ও শ্রুতি কাপুর। এটি প্রযোজনা করেন মুকেশ ভাট। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’, ‘সন অব সরদার’, ‘ডন’সহ বেশ কিছু হিট সিনেমা উপহার দেন এই অভিনেতা।   

হিন্দি সিনেমা ছাড়াও তেলেগু, কন্নড়, পাঞ্জাবি, বাংলা ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন মুকুল দেব। তাছাড়া ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’-এর মতো জনপ্রিয় টিভি ধারাবাহিকে দেখা গেছে তাকে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়