ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঞ্চে পড়ে গিয়েও প্রশংসা কুড়াচ্ছেন শাকিরা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ২৭ মে ২০২৫   আপডেট: ১১:৪৫, ২৭ মে ২০২৫
মঞ্চে পড়ে গিয়েও প্রশংসা কুড়াচ্ছেন শাকিরা

মঞ্চে পড়ে যাওয়ার মুহূর্তে শাকিরা

মঞ্চে বাহারি আলোর ঝলকানি। সামনে অগণিত দর্শক। চিরচেনা রূপে গাইছেন-নাচছেন ‘ওয়াকা ওয়াকা’খ্যাত পপ গায়িকা শাকিরা। হঠাৎ মঞ্চে পড়ে যান এই শিল্পী।

এ পরিস্থিতিতে অধিকাংশ মানুষ ঘাবড়ে যান। তবে শাকিরার ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং পড়ে যাওয়াও যেন তার নাচেরই অংশ হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন অন্তর্জালে ভাইরাল।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২০ মে কুইবেকের মন্ট্রিলে অনুষ্ঠিত হয় শাকিরার ‘হিপস ডোন্ট’স লাই’। মন্ট্রিলের বেল সেন্টারের মঞ্চে ‘হোয়েন এভার’ গানে পারফর্ম করার সময়ে পিছলে পড়ে যান শাকিরা।

মঞ্চে পড়ে যাওয়ার পরও শাকিরা যেভাবে পরিস্থিতি সামলে গান চালিয়ে গেছেন, তার ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “এটি দুর্দান্ত একটি উদাহরণ। আশা করছি, তিনি আঘাত পাননি।” একজন লেখেন, “বসের মতোই সে নিজের যত্ন নিয়েছে।” অন্য একজন লেখেন, “দৃঢ়তা এবং পেশাদারিত্বের দুর্দান্ত একটি প্রদর্শন। আশা করি, তিনি ভালো আছেন!” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়