ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বুবলী-সজলের শুটিংয়ে বন্য হাতি: জয়ার প্রশ্ন, নেট দুনিয়ায় সমালোচনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৯ মে ২০২৫   আপডেট: ১৬:৫৩, ২৯ মে ২০২৫
বুবলী-সজলের শুটিংয়ে বন্য হাতি: জয়ার প্রশ্ন, নেট দুনিয়ায় সমালোচনা

সজল, বুবলী, জয়া আহসান

আব্দুন নূর সজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলী। রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং চলছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকায়। গভীর অরণ্যে দৃশ্যধারণের সময় বন্য হাতি শুটিং সেটের কাছাকাছি চলে আসে। এতে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন শিল্পী কলাকুশলীরা।

বিষয়টি নিয়ে দেশের গণমাধ্যম গুরুত্বের সঙ্গে খবর প্রকাশ করেছে। তারই একটি খবরের স্ক্রিন শট ফেসবুকে শেয়ার করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। পাশাপাশি বেশ কটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন এই ‘গেরিলা’ তারকা।

আরো পড়ুন:

জয়া আহসান লেখেন, “এই আরেক উপদ্রব বনের ভিতর। বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি। মন চাইলেই লাইট-ক্যামেরা অ্যাকশন শুরু করা যায়? মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনা— এগুলো কি এলাউ করা ঠিক হবে এরকম একটা সেনসিটিভ জায়গায়?”

“গারো পাহাড়ে নতুন সিনেমার শুটিং, বিঘ্ন ঘটাচ্ছে বন্য হাতির দল” শিরোনামের খবরের স্ক্রিন শট শেয়ার করেন জয়া আহসান। এ শিরোনাম পড়ে কড়া সমালোচনা করছেন নেটিজেনরা। একজন লেখেন, “বিঘ্ন ঘটাচ্ছে শুটিং টিম অথচ দোষ এখন হাতির! বাহ কি চমৎকার!” রাবেয়া লেখেন, “অথচ পত্রিকার শিরোনাম হওয়া উচিত ছিল, শুটিংয়ের কারণে বন্য হাতিদের অসুবিধা হচ্ছে।” 

কেউ কেউ বন বিভাগের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য— “বনে শুটিংয়ের অনুমতি কেন দেওয়া হলো?” অনেকে আবার শুটিং টিমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন। 

গত ২১ মে থেকে ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং করছেন পরিচালক লাজুক। সজল-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়