ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৭ জুন ২০২৫   আপডেট: ২০:২৮, ৭ জুন ২০২৫
ঈদের ছয় সিনেমার কোনটি কত হলে মুক্তি পেল

ঈদকে কেন্দ্র করে এবার মুক্তি পেয়েছে মোট ছয়টি সিনেমা। এগুলো হলো ‘তাণ্ডব’, ‘নীলচক্র’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘এশা মার্ডার’ এবং ‘উৎসব’। তারকাবহুল ও বৈচিত্র্যময় এসব সিনেমা এরই মধ্যে দর্শক মনে তৈরি করেছে বিশেষ আগ্রহ। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’। সব মিলিয়ে এবারের ঈদে বক্স অফিস মুখোমুখি হতে চলেছে এক উত্তেজনাপূর্ণ লড়াইয়ের।

তাণ্ডব

আরো পড়ুন:

শুটিং শুরুর পর থেকেই আলোচনায় ‘তাণ্ডব’। রায়হান রাফীর পরিচালনায় এই সিনেমা যেন শাকিবের নতুন যুগের সূচনা। সঙ্গে রয়েছেন জয়া আহসান ও সাবিলা নূরের মতো তারকারা। এতে চমক হিসেবে থাকছেন আরফান নিশো ও সিয়াম আহমেদ। ঈদে ‘তাণ্ডব’ শুধু সিনেমা নয়, শাকিব-ভক্তদের জন্য উৎসব।

ইনসাফ

সঞ্জয় সমাদ্দার নির্মিত ‘ইনসাফ’ নিয়ে হাজির হয়েছেন মোশাররফ করিম, শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। অ্যাকশন ঘরানার সিনেমাটি  সিনেমাপ্রেমীদের বেশ কৌতূহলী করে তুলেছিল মুক্তির আাগেই। শাকিব খানের‘তাণ্ডব’ সিনেমার পর সর্বোচ্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

‘নীলচক্র : ব্লু গ্যাং’

‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে আরিফিন শুভ ও মন্দিরার অনস্ক্রিন রসায়ন। একটা ক্লিক। একটা ভিডিও। আর তাতেই পাল্টে যাচ্ছে জীবনের গতিপথ। শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও; অন্ধকার, আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে নির্মিত সাসপেন্স থ্রিলার সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভ এবং মন্দিরা ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন  ফজলুর রহমান বাবু।

উৎসব

গত মাসের মাঝামাঝিতে হঠাৎ জানা যায়, ঈদুল আজহার সিনেমায় যুক্ত হচ্ছে ‘উৎসব’। পরিবারকেন্দ্রিক গল্প নিয়ে নির্মিত সিনেমার ট্যাগলাইনে ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’ এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমাটি দিয়ে একসঙ্গে বড় পর্দায় হাজির হলেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান অপি করিম, ইন্তেখাব দিনার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন তানিম নূর।

এশা মার্ডার: কর্মফল

‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি গত বছরই মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আর মুক্তি দেননি ছবিটির প্রযোজক। এবার ঈদুল ফিতরেও সিনেমাটি মুক্তির কথা ছিল। পরে জানা যায়, সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। অবশেষে এটি মুক্তি পেল ঈদুল আজহায়। সানী সানোয়ার পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর প্রমুখ।

টগর

‘টগর’ সিনেমার গান আর টিজার ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ ও পূজা চেরীর রোমান্টিক কেমিস্ট্রি এবার ঈদে দর্শকের মন কেড়েই নেবে বলে ধারণা।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়