শাকিব-অপুর ভিডিও ভাইরাল, বুবলী বললেন ‘নোংরা ভিডিও ছড়াবেন না’
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ দেশের শতাধিক সিনেমাহলে মুক্তি পেয়েছে। ঈদের দিন থেকেই সিনেমাটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। বরাবরের মতো সিনেমা মুক্তির পর শাকিব খানের পক্ষ থেকে বাড়তি প্রচারণা নেই। সিনেমা মুক্তির পর বরাবরই তিনি নিরবতা পালন করেন। সবাই যখন সিনেমা নিয়ে ব্যস্ত তখনি একটি ভিডিওচিত্রে শাকিব খানের দেখা মিলেছে অপু বিশ্বাস এবং আব্রাম খান জয়ের সঙ্গে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে।
কেউ কেউ বলছেন, তাহলে কি আবার এক হচ্ছেন শাকিব-অপু? এদিকে শাকিব খানের দ্বিতীয় সন্তানের মা চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে শেহজাদ খান বীরের জন্মদিনের কিছু স্টিল ছবি শেয়ার করেছেন। যেখানে শাকিব, বুবলী আর বীরকে একসঙ্গে এক ফ্রেমে দেখা গেছে। বুবলী ওই পোস্টে আহ্বান জানিয়েছেন, কেউ যেন নোংরা ভিডিও ছড়িয়ে না দেয়।
শাকিব, অপু ও জয়
এদিকে শাকিব, অপু আর জয়ের যে ভিডিও চিত্র ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে, শাকিব খান, তার সন্তান আব্রাহাম খান এবং অপু বিশ্বাস একই রকমের মাস্ক পরে গাড়িতে উঠছেন। গাড়ির সামনের আসনে শাকিব ও আব্রাহাম বসেন। এরপর গাড়ির পেছনে ওঠেন অপু বিশ্বাস। ছেলে আব্রাহামের হাতে ছিল একটি ব্যাগ। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, শাকিব অপু আবার এক হচ্ছেন। আবার সেই প্রশ্নই করছেন ভক্তরা।
শাকিব, জয়, বুবলী
শবনম বুবলী তার পোস্টে লিখেছেন, ‘‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচনায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন। বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’’
বুবলী আরও লিখেছেন, ‘‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী।বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’’
যদিও বুবলী কোনো ভিডিওকে নোংরা বলছেন-তা ওই পোস্টে উল্লেখ করেননি।
উল্লেখ্য, ২০২২ সালে এক সাক্ষাৎকারে শাকিব খান বলেছিলেন, ‘‘একটা কথা নিশ্চিত করে বলতে চাই, অপু বিশ্বাস ও বুবলী দুজনেই এখন আমার কাছে অতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। অতীত মানে তারা অতীতই। তারা দুইজন আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার, স্রেফ সেটুকুই থাকবে।’’
ঢাকা/লিপি