ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মা হারালেন ব্র্যাড পিট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৩২, ৭ আগস্ট ২০২৫
মা হারালেন ব্র্যাড পিট

মায়ের সঙ্গে ব্র্যাড পিট

হলিউডের তারকা অভিনেতা ব্র্যাড পিটের মা মারা গেছেন। মঙ্গলবার (৫ আগস্ট) শেষ নিশ্বাস ত্যাগ করেন অস্কারজয়ী এই অভিনেতার মা জেন এতা পিট। তার বয়স হয়েছিল ৮৪ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর প্রকাশ করেছে।  

ব্র্যাড পিটের ভাতিজি সিডনি পিট ইনস্টাগ্রাম পোস্টে দাদিকে হারানোর বার্তা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আমার প্রিয় গ্র্যামি, জেন এতা, তোমাকে যেতে দিতে আমরা এখনই প্রস্তুত ছিলাম না। কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে, তুমি এখন স্বাধীন। তুমি এখন গাইতে, নাচতে আর ছবি আঁকতে পারবে।” 

আরো পড়ুন:

জেন এতার উদারতার কথা স্মরণ করে সিডনি পিট লেখেন, “যারা গ্র্যামিকে চিনতেন, তারা জানেন তার হৃদয় সবচেয়ে বড় ছিল। কোনো প্রশ্ন ছাড়াই সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। তিনি আমাকে আঁকতে শিখিয়েছেন, শক্ত হতে শিখিয়েছেন, সদয় নেতৃত্ব দিতে শিখিয়েছেন, সবকিছুর মাঝেও যীশুকে ভালোবাসতে শিখিয়েছেন, আর সবচেয়ে ছোট জিনিসগুলোতেও আনন্দ খুঁজে নিতে শিখিয়েছেন। শুধু আমাদের হাসানোর জন্য সবচেয়ে মজার সব খেলা বানিয়ে ফেলতেন, আর ন্যায়পরায়ণতায় বিশ্বাস করতেন তিনি।” 

“আমরা তার ১৪ জন নাতি-নাতনি। সে সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারত, কখনো ক্লান্ত হতো না। তার ভালোবাসার কোনো সীমা ছিল না। তার ভালোবাসায়, যত্নে বেড়ে উঠতে পেরে আমরা সত্যিই সৌভাগ্যবান। আমি জানি জেন এতা আমাদের প্রত্যেকের মধ্যেই বেঁচে আছেন।” লেখেন সিডনি পিট। 

উইলিয়াম এলভিন পিট ও জেন এতা পিট দম্পতির তিন সন্তান। তারা হলেন—ব্র্যাড পিট, ডগলাস পিট ও জুলি পিট। সবার বড় ব্র্যাড পিট। হলিউডের দাপুটে অভিনেতা ব্র্যাড পিট অভিনয়ে আসলেও বাকি দুই ভাই-বোন এই অঙ্গনের মানুষ নন। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়