ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমানের শুটিং সেট কেন ভাঙা হচ্ছে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০১, ১০ আগস্ট ২০২৫
সালমানের শুটিং সেট কেন ভাঙা হচ্ছে?

সালমান খান

সালমানের খানের নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। এটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। সালওয়ান উপত্যকায় ভারত ও চীনা সৈন্যদের বিরোধের উপর ভিত্তি করে তৈরি হয়েছে গল্প। কর্নেল বিকুমা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান। এজন্য শারীরিকভাবে নানা পরিবর্তনও করেছেন এই অভিনেতা। 

চলতি মাসে মুম্বাইয়ে সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরুর কথা ছিল। এজন্য মেহবুব স্টুডিওতে সেটও তৈরি করা হয়। কিন্তু শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন নির্মাতারা। গত জুলাইয়ে বান্দ্রার মেহবুব স্টুডিওতে নির্মিত সেটটিও ভেঙে ফেলা হচ্ছে। মিড-ডে এ খবর প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র মিড-ডের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, “বান্দ্রায় তৈরি সেটটি এরই মধ্যে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।” 

কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “এটি একটি সৃজনশীল সিদ্ধান্ত। নির্মাতারা সরাসরি অ্যাকশন দৃশ্য দিয়েই শুরু করতে চান। তাছাড়া সালমানের একটি নির্দিষ্ট লুক আছে এবং ধারাবাহিকতা বজায় রাখার জন্য মুম্বাই ও লাদাখের শুটিংয়ের মাঝে ৩০ দিনের ব্যবধান রাখা সম্ভব না। পরিচালক অপূর্ব মনে করেন, ‘এই দৃশ্যগুলো পরপরই শুট করা প্রয়োজন।’ তাই আপাতত মুম্বাই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে তারা সিদ্ধান্ত নেবেন, শহরে কোনো গানের দৃশ্য বা অতিরিক্ত কোনো দৃশ্যের শুট করবেন কি না।” 

২০২০ সালের জুন মাসে সংঘটিত ভারত-চীন সামরিক সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘দ্য ব্যাটল অব গালওয়ান’। গুঞ্জন উড়ছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সিনেমাটি সমস্যায় পড়েছে। তবে সূত্রটি এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছেন।  

এ বিষয়ে সূত্রটি বলেন, “এই সিনেমায় একজন সৈনিকের বীরত্বকে তুলে ধরা হয়েছে। এটি অন্যকোনো দেশকে খলনায়ক হিসেবে উপস্থাপন করছে না। নির্মাতারা যথাযথ অনুমতি ছাড়া সিনেমার ঘোষণা দিতেন না।”

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়