ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ১০ আগস্ট ২০২৫  
শাকিবকে নিয়ে তিন সিক্যুয়েল

শাকিব খান

‘বরবাদ’ সিনেমার মাধ্যমে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজ করেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। ফের বড় চমক নিয়ে আসছেন তিনি। শাকিব খানকে নিয়ে তৈরি করবেন একটি সিনেমা—যার তিনটি সিক্যুয়েল আর তিনটিই একসঙ্গে মুক্তি পাবে! 

নির্মাতা মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, “শাকিব ভাইকে নিয়ে বড় ক্যানভাসে একটি সিনেমা করার পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্য লেখার কাজ চলছে। যেহেতু এটি বড় প্রজেক্ট, তিনটি অংশেই টানা শুটিং হবে এবং একসঙ্গে মুক্তি পাবে। এক পার্ট পরে আরেক পার্ট নয়—তিনটিই দর্শক দেখবেন একসঙ্গে।” 

আরো পড়ুন:

সিক্যুয়েল নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান। তা জানিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, “বরবাদ’ সিনেমার প্রিমিয়ারে শাকিব ভাই নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, সামনে বড় কিছু আসছে। আমরা গল্প ও চিত্রনাট্য নিয়ে তার সঙ্গে কথা বলেছি, তিনি বেশ উৎসাহী।” 

শাকিব খানের এই বিশাল প্রজেক্টে হাত দেওয়ার আগে হৃদয় নির্মাণ করছেন আরেকটি সিনেমা, যেখানে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও প্রার্থনা ফারদিন দীঘি। এই সিনেমার শুটিং শেষ হলেই শুরু হবে শাকিব খানকে নিয়ে তিন সিক্যুয়েলের প্রস্তুতি।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়