ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুণ্যের জন্মদিনে মায়ের প্রার্থনা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৪৩, ১০ আগস্ট ২০২৫
পুণ্যের জন্মদিনে মায়ের প্রার্থনা

মা পরীমণির কোলে পুণ্য

ক্যালেন্ডারের পাতা বলছে আজ—১০ আগস্ট। এই তারিখটা ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জীবনে এক বিশেষ অর্থ বহন করে। কারণ, এ দিনেই তার কোলে এসেছিলে পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য। 

সময় যেন পাখির ডানায় ভর করে উড়ে গেছে। তিন বছর পূর্ণ হল পুণ্যর। জীবনের কত উত্থান-পতন, কত সম্পর্কের ভাঙাগড়া—সবকিছুর মাঝেও একটিমাত্র সত্য অটুট থেকেছে, তা হলো মায়ের ভালোবাসা। 

আরো পড়ুন:

গতকাল দিবাগত রাত ঠিক ১২টা পেরোতেই ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি পোস্ট দেন পরীমণি। লিখলেন, “আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।” 

মায়ের কণ্ঠে এই ‘ওরা’ মানে শুধু পুণ্য নয়, সাফিরা সুলতানা প্রিয়মও। গত বছর জুনে ছয় দিন বয়সি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। দুই সন্তানের এই সংসার এখন একাই সামলাচ্ছেন পরীমণি। প্রাক্তন স্বামী রাজ নেই, কিন্তু সন্তানদের ঘিরে তার পৃথিবী যেন পূর্ণ। 

পুণ্যকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।” 

দোয়া চেয়ে যোগ করেন, “আপনাদের ভালোবাসায়, দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।” 

পুণ্যের জন্মের এক বছর পর আলাদা পথে হাঁটেন পরীমণি ও শরিফুল রাজ। রাজ ব্যস্ত হয়েছেন তার অভিনয়জীবনে, আর পরীমণি নিজের জীবনকে সাজিয়েছেন দুই সন্তানের জন্য।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়