ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিনেত্রী বাসন্তীকে ‘মুক্তি দিল’ মৃত্যু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ১৩ আগস্ট ২০২৫   আপডেট: ১১:২৩, ১৩ আগস্ট ২০২৫
অভিনেত্রী বাসন্তীকে ‘মুক্তি দিল’ মৃত্যু

বাসন্তী চ্যাটার্জি

ভারতীয় বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি মারা গেছেন। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সর্বশেষ ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে কাজ করেন বাসন্তী। এই সিরিয়ালে তার সহ-অভিনেতা ছিলেন ভাস্বর চ্যাটার্জি। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, “মঙ্গলবার রাত ১০টা নাগাদ উনার মৃত্যুর খবর পাই। আমি শুটিং সেটে থাকাকালীন খবরটা পাই।”

আরো পড়ুন:

দীর্ঘদিন ধরে পেটের ক্যানসারে আক্রান্ত ছিলেন বাসন্তী চ্যাটার্জি। গত বছর তার বুকে পেসমেকার বসানো হয়। চলতি বছরের শুরুতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভাঙেন এই বর্ষীয়ান অভিনেত্রীর। তখন চিকিৎসকরা জানান, অভিনেত্রীর একটি কিডনিও সচল নেই। ফলে প্রতি মাসে ২০ হাজার রুপি ব্যয় ঔষুধের জন্য। তার মধ্যে পাঁজরের হাড় ভেঙে নতুন সংকট তৈরি হয়েছে।

বাসন্তী চ্যাটার্জির এক ছেলে এক মেয়ে। সবাই যার যার সংসার নিয়েই ব্যস্ত। বাসন্তী চ্যাটার্জিও আলাদা বাড়িতে একাই বসবাস করতেন। গত বছর হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। ছেলে-মেয়ে নন, তাকে ভর্তি করেছিলেন গাড়ি চালক। মাত্র একদিন ছেলে-মেয়েরা তাকে দেখতে গিয়েছিলেন। পরে হাসপাতালের বিল পরিশোধ করেন গাড়ি চালক মলয় চাকির। 

ওই সময় থেকে নিজের ছেলের মতো বাসন্তী চ্যাটার্জিকে আগলে রাখেন অভিনেতা ভাস্বর চ্যাটার্জি। এ অভিনেতা বলেন, “মনটা খুব ভারী। তবে আমরা সকলেই মনে করছি, তিনি মুক্তি পেয়েছেন। কারণ শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা।”

আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন। ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় জয় করেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়