পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি
পুত্রের সঙ্গে পরীমণির আনন্দঘন মুহূর্ত
অসুস্থ হয়ে পড়ায় পুত্র শাহীম মুহাম্মদ পূণ্যসহ হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। শারীরিকভাবে অসুস্থ থাকায় চিকিৎসক দুজনকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
পরীমণি শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর তার পুত্র পূণ্যর জ্বর। তীব্র শ্বাসকষ্টের সমস্যার কারণে নির্দিষ্ট সময় পরপর পরীমণিকে নেবুলাইজ করার পরামর্শ দেন চিকিৎসক।
এ তথ্য উল্লেখ করে পরীমণি ঘনিষ্ঠজন গণমাধ্যমকে বলেন, “আজকে দুপুরে জানতে পারি, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখন প্রচন্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে।”
কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন এই অভিনেত্রী। এরই মধ্যে ফের অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরা।
পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। এর মধ্যে পরিচালকের সঙ্গে কয়েকবার চিত্রনাট্য নিয়ে আলাপ করেছেন। ‘গোলাপ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।
ঢাকা/শান্ত