ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেয়েদের ছোট পোশাক পরতে নিষেধ করেন সালমান খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২৪ আগস্ট ২০২৫   আপডেট: ১১:৩৯, ২৪ আগস্ট ২০২৫
মেয়েদের ছোট পোশাক পরতে নিষেধ করেন সালমান খান

সালমান খান

গত সাড়ে তিন দশকের বেশি সময় ধরে বলিউডের শীর্ষ নায়কদের একজন সালমান খান। এই সময়ের মধ্যে অনেক অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি। তাদের কারও কারও বয়সতো সালমানের বয়সের অর্ধেকেরও কম। সালমান খানের চলচ্চিত্রে ডেবিউ হয় ১৯৮৮ সালে। সেই হিসেবে এখনকার উঠতি নায়িকাদের কারও বয়স তখন চার, কারও এক বছর। তাদের সঙ্গেই আজ চুটিয়ে অভিনয় করে চলেছেন বলিউড ভাইজান।

শুধু তা-ই নয়, বহু নায়িকার নাকি ক্যারিয়ারও তৈরি করেছেন সালমান। তবে সালমানের সেটে নায়িকাদের থাকার অনেক শর্ত আছে। শরীর প্রদর্শন করা চলবে না। নিচু ঝুলের জামা পরতে হবে। পাশাপাশি, বক্ষবিভাজিকা প্রদর্শনও পছন্দ করেন না সালমন। যদিও এর নেপথ্যে কারণ আছে।

আরো পড়ুন:

সালমানের সহ অভিনেত্রী ডেইজি শাহ তার সেটের এ হেন নিয়ম-কানুনের কথা প্রকাশ্যে আনেন। ডেইজি সালমনের নায়িকা হিসেবে ‘জয় হো’ ছবিতে কাজ করেছেন। 

এ ছাড়া সালমানের প্রায় সব সিনেমাতে সহকারী হিসেবে থাকেন। সালমানের ‘অন্তিম’ সিনেমাতে সহকারী পরিচালক ছিলেন ডেইজি। এই সিনেমার শুটিং চলাকালীন সেটে এক নিয়ম শুরু করেন সালমান- যেখানে মেয়েরা বক্ষবিভাজিকা দেখা যায় এমন পোশাক পরবে না।

সালমান খান চান মেয়েরা তাদের শরীর ঢেকে চলুক। সালমানের মতে, ‘‘নিজের সর্বাঙ্গ ঢেকে থাকলে তবেই মেয়েদের সুন্দর দেখতে লাগে।’’ সালমানের ইচ্ছা তার সিনেমাতে মেয়েদের ‘শো-পিস’ এর মতো ব্যবহার না করা হোক।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়