ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুধু আমাদেরই ডিভোর্স হয়: ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৫১, ২৯ আগস্ট ২০২৫
শুধু আমাদেরই ডিভোর্স হয়: ইমন চক্রবর্তী

ইমন চক্রবর্তী

শোবিজের তারকাদের বিয়ে নিয়ে নেটিজেনরা যেমন আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করেন, তেমনি তারকাদের বিয়ে ভেঙে গেলেও আহত হন। অনেকে অভিযোগ তোলেন শোবিজের তারকাদের সংসার টিকে থাকে না। 

''শুধু আমাদেরই ডিভোর্স হয় আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হয় না। যদি আপনাদের মনে হয় যে, আপনারা ঠিক ভাবছেন; তাহলে আপনারা ঠিক। শুধু আমাদেরই ডিভোর্স হয়, একদম ঠিক বলেছেন। তার মানে আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হয় না,ইন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বাইরে সবাই খুব ভালো আছে। যারা আইটিতে আছে তারা খুব ভালো আছে, যারা ডাক্তার তারাও ভালো আছে, তাদের কোনো ডিভোর্স নাই—যদি আপনাদের এই ভাবনাটা ভেবে রাতের বেলায় ভালো করে ঘুম হয়, তাহলে প্লিজ আপনারা ভালো করে ঘুমান।''–সম্প্রতি লেটস টককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। 

আরো পড়ুন:

এই শিল্পীর চাওয়া, যে যেখানে থাকুক, ভালো থাকুন। তিনি বলেন, ‘‘এখন যদি আমাকে কেউ জাজ করতে আসে সে তার সময় নষ্ট করবে।’’

এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন, অন্য কোনো মানুষকে জাজ করতে গেলে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয় না। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়