ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না: শার্লিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:২২, ২৯ আগস্ট ২০২৫
আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না: শার্লিন

শার্লিন ফারজানা

জনপ্রিয় অভিনেত্রী শার্লিন ফারজানা। ২০১৯ সালের ২৩ নভেম্বর ব্যবসায়ী, প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ এহসানুল হকের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালের ১ নভেম্বর প্রথম সন্তানের মা হন। এখন দুই সন্তানের জননী ‘ঊনপঞ্চাশ বাতাস’খ্যাত এই অভিনেত্রী। 

স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত থাকার কারণে শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন শার্লিন। ছয় বছর বিরতির পর আবার অভিনয় শুরু করেছেন। তবে সংসার জীবনে পা দিয়ে জীবনকে নতুনভাবে আবিষ্কার করেছেন এই অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এমনটাই জানান শার্লিন ফারজানা। 

আরো পড়ুন:

বিয়ে ও সংসার আপনার অভিনয়ে কতটা প্রভাব ফেলেছে? জবাবে শার্লিন ফারজানা বলেন, “আমার মনে হয়, ইতিবাচক পরিবর্তনে (স্বামী) এহসান আমার জীবনে বড় একটা ভূমিকা রেখেছে। সে খুব ম্যাচিউরড একজন মানুষ। আমি তো পরিণত ছিলাম না। এখন আর ও রকম নেই আমি।” 

বদলে যাওয়া শার্লিন ফারজানা কেমন? জবাবে এই অভিনেত্রী বলেন, “জীবনের জন্য এখন বাঁচতে চাই। ব্যালান্স করা শিখেছি। সবাইকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই। শুধু নিজে ভালো থাকব, এই মানসিকতা থেকে বেরিয়ে এসেছি। পরিকল্পনা করা শিখেছি, সে পরিকল্পনা অনুযায়ী চলতে ভালো লাগে।” 

মা হওয়ার পর জীবনের অনুভূতি বদলে গেছে শার্লিন ফরজানার। তার ভাষায়, “আমি বিয়ের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। এরপর সন্তানের মা হলাম। যখন মা হলাম, ভাবলাম, অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। বাচ্চার মা হওয়ার পর একটা দিনও খারাপ থাকিনি। ওদের স্পর্শই আমাকে অন্যরকম অনুভূতি এনে দেয়। আগে কোনো কিছু করার আগে চিন্তা করতাম না। এখন কিছু করার আগে অনেকবার ভাবি।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়