ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেম করছেন এশার প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:১০, ১ সেপ্টেম্বর ২০২৫
প্রেম করছেন এশার প্রাক্তন স্বামী

মেঘনার সঙ্গে এশার প্রাক্তন স্বামী ভরত

বরেণ্য তারকা দম্পতি হেমা মালিনি ও ধর্মেন্দ্রর কন্যা এশা দেওল। ব্যক্তিগত জীবনে ভরত তাখতানির সঙ্গে ঘর বেঁধেছিলেন। গত বছরের ৬ ফেব্রুয়ারি ১১ বছরের সংসার ভাঙার ঘোষণা দেন এই দম্পতি। গুঞ্জন উড়ছে, উদ্যোক্তা মেঘনা লাখানির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এশার প্রাক্তন স্বামী। 

কয়েক দিন আগে ভরত তাখতানি তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। তাতে দেখা যায়, রাস্তায় বসে আসে আছেন ভরত-মেঘনা। তারা পরস্পরের দিকে তাকিয়ে হাসছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ভরত লেখেন, “আমার পরিবারে স্বাগতম।” এ পোস্ট মেঘনাকে ট্যাগ করে হ্যাশট্যাগে ভরত লেখেন, “এটি অফিশিয়াল।”  

আরো পড়ুন:

ইনস্টাগ্রামে মেঘনার অনুসারী ৮২ হাজারের বেশি। সম্প্রতি ভরতের সঙ্গে ছুটি কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায় ভরতের সঙ্গে মাদ্রিদ, স্পেনে ছুটি কাটিয়েছেন মেঘনা। যেখানে তিনি লেখেন: “এখান থেকেই যাত্রা শুরু।” পাশাপাশি জুড়ে দেন হার্ট ও নজর না লাগার টোটকার ইমোজি। 

এশা ও ভরত তাখতানি দুজনেই ছোটবেলার বন্ধু। যদিও দুজনের ক্যারিয়ার আলাদা। ভরত তার বাবার পথ ধরে ব্যবসা করছেন। এশা তো বলিউডে পুরোদস্তুর নায়িকা।  

স্কুলবন্ধুর সঙ্গে অনেক দিনই দেখা-সাক্ষাৎ ছিল না এশার। ‘টেল মি ও খুদা’ সিনেমা তৈরির সময় দেখা হয় পুরোনো এ দুই বন্ধুর। এরপর প্রেম, বিয়ে। ২০১২ সালের ২৯ জুন বিয়ের পিঁড়িতে বসেন তারা। এ দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। তবে শেষটা ভালো হয়নি এই প্রাক্তন দম্পতির। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়