ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি যা নই পর্দায় তাই হচ্ছি: তটিনী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:৫৯, ৩ সেপ্টেম্বর ২০২৫
আমি যা নই পর্দায় তাই হচ্ছি: তটিনী

তটিনী

ছোটপর্দার ব্যস্ততম নায়িকা তানজিম সাইয়ারা তটিনী। যার অভিনয় এবং হাসি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাচ্ছে তটিনীকে। বিশ্বাসযোগ্য অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে তিনি, পেতে চান দর্শকের ভালোবাসা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তটিনি বলেন, ‘‘প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে যাচ্ছি। ভালো লাগছে। কেননা আমি যা নই পর্দায় তাই হচ্ছি। আমি বিশ্বাসযোগ্য চরিত্র হয়ে উঠতে চাই। দর্শকরা যেন অনেক দিন আমার অভিনয় মনে রাখেন। যেন তাদের আরও ভালোবাসা পেতে পারি।’’

আরো পড়ুন:

তটিনী মনে করেন ‘‘অভিনয়ে শেখার শেষ নেই,  যত শেখা যায় তত ভালো।’’

প্রতিদিন শুটিং না থাকলে নাকি ভালো লাগে না তটিনীর। উল্লেখ্য, সম্প্রতি শিহাব শাহীন পরিচালিত ‘ক্যাপিটাল অ্যাপার্টমেন্ট’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তটিনী। এই নাটকে তার তটিনীর বিপরীতে দেখা যাবে তৌসিফ মাহবুবকে। ৯০ দশকের গল্প উঠে এসেছে এই নাটকে।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়