ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৩, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৫
ধর্ষণের অভিযোগে অভিনেতা গ্রেপ্তার

আশীষ কাপুর

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হিন্দি টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা আশীষ কাপুরকে। বুধবার (৩ সেপ্টেম্বর) পুনে থেকে তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে।   

পুলিশ জানায়, ইনস্টাগ্রামে অভিযোগকারী নারীর সঙ্গে পরিচয় আশীষ কাপুরের। এরপর বন্ধুর হাউজ পার্টিতে ওই নারীকে আমন্ত্রণ জানান আশীষ। আগস্টের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে এ পার্টির আয়োজন করা হয়, সেখানে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ।  

আরো পড়ুন:

মামলায় প্রাথমিকভাবে আশীষ কাপুর, তার বন্ধু, বন্ধুর স্ত্রী এবং দুই অজ্ঞাত ব্যক্তির নাম ছিল। পরে ওই নারী তার বক্তব্য পরিবর্তন করে শুধু আশীষ কাপুরকেই ধর্ষণের জন্য অভিযুক্ত করেন। 

ওই নারী অভিযোগ করেন, ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল, তবে পুলিশ এখনো এমন কোনো ফুটেজ উদ্ধার করতে পারেনি। এ ঘটনার পর আশীষ কাপুরের বন্ধুর স্ত্রী ওয়াশরুমের বাইরে ওই নারীকে শারীরিকভাবে হেনস্তা করেন। যদিও আশীষ কাপুরের বন্ধুর স্ত্রী পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, আশীষ ও তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে বাথরুমে ঢুকতে দেখা যায়। অনেকক্ষণ তাদের না দেখতে পেয়ে সকলে যখন খোঁজাখুঁজি শুরু করে, তখনই বাথরুমে তাদের পাওয়া যায়। এরপর উপস্থিত সকলের সঙ্গে তর্কে জড়ান অভিনেতা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়