ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিবৃতি চাই না, মব সামলা: আশফাক নিপুন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৫১, ৬ সেপ্টেম্বর ২০২৫
বিবৃতি চাই না, মব সামলা: আশফাক নিপুন

আশফাক নিপুন

জুলাই আন্দোলনে শহীদ মিনারে দ্রোহযাত্রা থেকে শুরু করে ফার্মগেটে দৃশ্যমাধ্যম শিল্পীসমাজের সমাবেশ কিংবা ফেসবুক—জুলাই গণ-অভ্যুত্থানের সময় সব জায়গাতেই সক্রিয় ছিলেন নির্মাতা আশফাক নিপুন। নতুন সরকারকেও সমালোচনা করতে ছাড় দিচ্ছেন না এই নির্মাতা।

আশফাক নিপুন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত। হে সরকার, ‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মত বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’’

আরো পড়ুন:

সংগীতশিল্পী ও উপস্থাপিকা দিনাত জাহান মুন্নী আশফাক নিপুনের ওই পোস্টের কমেন্টে লিখেছেন, ‘স্যরি আশফাক - তোমাদের কথা এখন কৌতুকের মতো শোনায়। জানি এই কমেন্টের নিচে এখন “শেখ হাসিনা” - “ফ‍্যাসিবাদ” নানা কথা টেনে এসব ঘটনাকে বৈধতার চেষ্টা চলবে - চলবে ব্যক্তি আক্রমণ । তবে দিনশেষে তোমাদের এসব পোস্ট কিন্তু আমরা আগে দেখিনি । অতএব নিজের ঘারের কাছে অশুভের নিঃশ্বাস উপলব্ধির আগে উপলব্ধি হোক সবার ।’’

প্রতি উত্তরে আশফাক নিপুন লিখেছেন, ‘‘তাহলে হাসেন মুন্নী আপা। প্রাণখুলে হাসেন।’’

উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র দেহবাশেষ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা। এর আগে, সেখানকার দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জুমার পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইউএনওর গাড়ি, পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়