ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯৯টি বাড়ি তৈরির কারণ জানালেন গায়ক মিকা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৩১, ৭ সেপ্টেম্বর ২০২৫
৯৯টি বাড়ি তৈরির কারণ জানালেন গায়ক মিকা

মিকা সিং

ভারতের আলোচিত সংগীতশিল্পী মিকা সিং। নানা কারণে বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। ২০২২ সালে গোটা একটি দ্বীপ কিনে খবরের শিরোনাম হন এই গায়ক। এবার জানালেন, ৯৯টি বাড়ির মালিক মিকা সিং। 

গালাটা ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মিকা সিং বলেন, “আমি ৯৯টি বাড়ি তৈরি করেছি, যার মধ্যে কিছু ছোট, কিছু বড় বাড়ি রয়েছে। আবার এর মধ্যে কিছু কিছু বাড়ি খুব দামি। আবার কিছু বাড়ি গ্রামের দিকেও আছে।” 

আরো পড়ুন:

এত বাড়ির মালিক হয়েও মানুষের কটাক্ষ সহ্য করেছেন মিকা। তার ভাষায়, “বাড়ি কতটা ছোট বা বড় তা দেখা হয় না বরং আপনার কতগুলো বাড়ি আছে তা দেখা হয়। অনেকেই আমাকে ভালোবাসেন, কিন্তু কেউ কেউ আমার নিন্দাও করেন। তারা বলেন, ‘ও পাগল, বিয়ে করেনি। এ সব কে দেখাশোনা করবে?” 

মিকা তার দাদুর একটি বক্তব্য উল্লেখ করে বলেন, “আমরা কৃষকের সন্তান। আমরা জানি না টাকা দিয় কী করব, কোথায় খরচ করব। আমরা শুধু একটা জিনিস জানি যে, জমি কিনে রাখা উচিত। দাদু সব সময় বলতেন, ‘জমি কখনো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না।” 

অর্থ সঞ্চয়ের আহ্বান জানিয়ে মিকা সিং বলেন, “আমি একাই ধনী নই। ইন্ডাস্ট্রিতে অনেক গায়ক আছেন, যাদের প্রচুর অর্থ রয়েছে। সেই দরিদ্র ছেলেরা কেবল গুচি-ভুচি পরেই থাকে। তারা কোনো কারণ ছাড়াই চার্টার্ড প্লেনে ভ্রমণ করে। আপনি অনেক টাকা সঞ্চয় করতে পারেন। সঞ্চয় গুরুত্বপূর্ণ। টাকা ব্যয় করুন, কিন্তু সব খরচ করবেন না।” 

পপ ও র‍্যাপ ধাঁচের গান করে ভারতে ব্যাপক জনপ্রিয়তা পান মিকা সিং। করেন চলচ্চিত্রের গানও। ২০১১ সালে ‘লুট’ ছবি দিয়ে বলিউডে নাম লেখান তিনি। এরপর ২০১৪ সালে আরেকটি বলিউডি ছবি করেন। নাম, ‘বলবিন্দর সিং ফেমাস হো গ্যায়া’। গত বছর ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অভিনয় করেন মিকা। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়