নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য বিলানো উচিত নয়: পপি
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন ধরেই তিনি আড়ালে, শোবিজ থেকে অনেকটা দূরে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আজ তার জন্মদিন। এবারের জন্মদিন তিনি উদযাপন করছেন একেবারেই ঘরোয়াভাবে।
জন্মদিনের অনুভূতি জানাতে গিয়ে পপি বলেন, “যখন সিনেমায় নিয়মিত কাজ করেছি, তখন জন্মদিন ছিল উৎসবের মতো। দিনভর মানুষ আসত, ভক্তরা ফোন দিতেন, কেউ কেউ বাসায় কেক-ফুল পাঠাতেন। কখনো শুটিং সেটেই জন্মদিন উদযাপন করেছি। পপি ফ্যান ক্লাবগুলো দেশজুড়ে নানা আয়োজন করত। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটছে।”
জীবনের নানা উত্থান-পতনের অভিজ্ঞতা শেয়ার করে এই অভিনেত্রী বলেন, “পরিবারের জন্য দায়িত্ব পালন করতে হয়, তবে নিজের ভিত্তি শক্ত না করে সবার জন্য সব কিছু বিলিয়ে দেওয়া উচিত নয়। কারণ পরে যেন কেউ আঙুল তুলে কথা না বলতে পারে। একসময় ভেবেছিলাম সবাই আমার। পরে দেখলাম কেউই আর আমার নেই। সেই কঠিন সময়ে আমার ইন্ডাস্ট্রির মানুষ আর স্বামী আদনান পাশে ছিল। তার সমর্থনেই পথচলা সহজ হয়েছে।”
সম্প্রতি শোনা যাচ্ছে, পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ আবার শুরু হতে যাচ্ছে। তবে তিনি অভিনয়ে ফিরবেন কি না, তা এখনো নিশ্চিত নন।
পপি বলেন, “এখন কিছু বলা সম্ভব নয়। আপাতত অভিনয় করছি না, সংসার নিয়েই ব্যস্ত আছি।”
ঢাকা/রাহাত