ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুসলিম পরিবারে বড় হয়েছি: দিয়া মির্জা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ১২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৫
মুসলিম পরিবারে বড় হয়েছি: দিয়া মির্জা

দিয়া মির্জা

বলিউড অভিনেত্রী দিয়া মির্জার মা একজন বাঙালি, আর তার বাবা ছিলেন জার্মান নাগরিক। দিয়া মির্জার বয়স যখন ১০ বছর তখন তার বাবা মারা যান। এরপর দিয়া মির্জাকে দত্তক নেন এক মুসলিম দম্পতি। দিয়া মির্জা তার পালক পিতার পদবি নিজের নামের সঙ্গে ব্যবহার করেন। তার পালক বাবার নাম আহমেদ মির্জা ।সম্প্রতি পরিবেশ সচেতনতা বাড়াতে কলকাতায় একটি আলোচনাসভায় যোগ দিতে  এসে এসব কথা জানিয়েছেন দিয়া মির্জা।  

এক সাক্ষাৎকারে দিয়া মির্জা বলেন, ‘‘পরিবেশ সচেতনতা বাড়াতে ১০ বছর ধরে প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করি না।’’

আরো পড়ুন:

মুসলিম পরিবারের শিক্ষা বহন করেন উল্লেখ করে দিয়া মির্জা বলেন, ‘‘আমি স্পষ্ট বাংলা বলতে পারি। কারণ আমার মা একজন বাঙালি। আর বাবা ছিলেন জার্মান, খ্রিষ্টান। ৯ বছর বয়সে বাবাকে হারাই। তারপর আমি এক মুসলিম পরিবারে বড় হয়েছি। তারা আমাকে দত্তক নিয়েছিলেন। সেই পারিবারিক শিক্ষাই আমি এখনও বহন করি।’’ 

দিয়া মির্জা জীবনে অপ্রয়োজনীয় কোনো মানুষ কিংবা সম্পর্ককে স্থান দিতে চান না। তিনি নাকি শিখে গেছেন কখন, কাকে ‘না’ বলতে হয়।

অভিনেত্রী আরও বলেন,  ‘‘মুসলিম পরিবার বললেই, মানুষ ভাবে— মেয়েরা কথা বলতে পারবে না। অথচ আমি সব ডিবেটে অংশ নিতেই শিখেছি পরিবার থেকে। অপ্রয়োজনীয় কাউকে জীবনে জায়গা দিতে ভালো লাগে না। সে বন্ধু হোক কিংবা কোনো সম্পর্ক হোক। আমার ১৬ বছরের কন্যা, যাকে আমি বিবাহসূত্রে পেয়েছি। সব বিষয়ে আমাকে আর ওর বাবাকে না বলে। ওর কাছ থেকে শিখেছি না বলতে পারাটা দোষের কিছু নয়।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়