পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান বলিউডে ফিরছেন
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
‘আবির গুলাল’ সিনেমার একটি দৃশ্য
অনেক জল্পনাকল্পনা পর ভারতে মুক্তি পাচ্ছে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীন রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘আবির গুলাল’। সিনেমায় ফাওয়াদ খান জুটি বেঁধেছেন ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে। ‘আবির গুলাল’ বিশ্বের নানা দেশে মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬ সেপ্টেম্বর।
বলিউড হাঙ্গামারি তথ্য ‘‘ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড (ইউকে) টিম সিদ্ধান্ত নিয়েছে, ‘আবির গুলাল’ ভারতে মুক্তি দেবে ২৬ সেপ্টেম্বর। ‘আবির গুলাল’ সিনেমার সহজ-সরল প্রেমকাহিনি ভারতের দর্শকের মনেও সাড়া ফেলবে বলে মনে করছেন তারা। তা ছাড়া ওই সপ্তাহে আর কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পাচ্ছে না, ফলে বক্স অফিসেও এগিয়ে থাকবে সিনেমাটি।’’
এর আগে ২০১৬ সালের উরি সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের সাংস্কৃতিক সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ফলে পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। চলতি বছর কাশ্মীরের পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন আবারও তীব্র হয়। ফলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়।
এর আগে ‘আবির গুলাল’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ৯ মে। ফাওয়াদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ (২০১৬)–এর পর এটাই তার প্রথম বলিউড ছবি। আট বছর পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের আগ্রহ প্রবল।
ঢাকা/লিপি