ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ১৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১২:০৯, ১৪ সেপ্টেম্বর ২০২৫
শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা, দাফন কুষ্টিয়ায়

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শেষ শ্রদ্ধা

সদ্যপ্রয়াত লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের সুযোগ রাখা হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে তাকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে সর্বস্তরের মানুষ প্রিয় এই শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।

শ্রদ্ধা নিবেদনের পর ফরিদা পারভীনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে। বাদ যোহর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। শিল্পীর ইচ্ছানুসারে সেখানকার পৌর কবরস্থানে মা–বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছেলে ইমাম নাহিল সুমন। তিনি জানান, ‘‘মাকে আমরা কুষ্টিয়ায় দাফন করব, তার ইচ্ছা অনুযায়ী।’’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ অন্যান্য সমস্যার কারণে চলতি বছরে তিন দফায় হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয় তাকে। সবশেষ ২ সেপ্টেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে শেষ পর্যন্ত আর তাকে ফেরানো সম্ভব হয়নি।

ঢাকা/রাহাত/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়