ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কানাডায় প্রেক্ষাগৃহে গুলি-অগ্নিসংযোগ: ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২২, ৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৩২, ৩ অক্টোবর ২০২৫
কানাডায় প্রেক্ষাগৃহে গুলি-অগ্নিসংযোগ: ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ

কানাডার অন্টারিও প্রদেশের ওকভিল শহরের একটি সিনেমা হলে অগ্নিসংযোগ ও গুলি চালানোর পর ভারতীয় সিনেমার প্রদর্শন বন্ধ করে দিয়েছেন হল কর্তৃপক্ষ। সেখানে প্রদর্শিত হচ্ছিল—ঋষভ শেঠির ‘কানতারা টু’ ও পবন কল্যাণের ‘ওজি’ সিনেমা।

অন্টারিও প্রদেশের থিয়েটার কর্তৃপক্ষ জানিয়েছেন, দক্ষিণ এশীয় চলচ্চিত্র প্রদর্শনের কারণে এ ঘটনা ঘটেছে। 

আরো পড়ুন:

ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর দুজন ব্যক্তি লাল রঙের গ্যাস ক্যান ব্যবহার করে সিনেমা হলের প্রবেশপথে আগুন লাগান। আগুনে ভবনের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি।

সিসি টিভি ফুটেজে দেখা যায়, দুর্বৃত্তরা তরল জাতীয় পদার্থ ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যাচ্ছে। 

প্রেক্ষাগৃহটির মাইক্রোব্লগিং সাইট এক্সে বলা হয়েছে, ‘এবারই প্রথম নয় যে আমরা ভারতীয় সিনেমার প্রদর্শনের কারণে হুমকির মুখোমুখি হয়েছি। যদিও এই ধারাবাহিক সহিংসতা দুঃখজনক। নতুন করে হামলার ঘটনা আমাদের উদ্বিগ্ন করেছে, তবে আমরা সবার জন্য নিরাপদ পরিবেশে সিনেমা উপভোগ প্রতিশ্রুতি দিচ্ছি। এসব ঘটনা সেই প্রতিশ্রুতি থেকে আমাদের সরাতে পারবে না।” 

পুলিশ জানিয়েছে, এটা নিশ্চিত যে দুটি ঘটনাই সিনেমা হলকে লক্ষ্য করেই ঘটানো হয়েছে। তারা ঘটনাগুলোর তদন্ত করছে।  

প্রথম ঘটনার এক অভিযুক্তকে শ্বেতাঙ্গ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। আর দ্বিতীয় ঘটনায় জড়িত ব্যক্তির গায়ের রং ‘ডার্ক’ বলা হয়েছে। পুলিশ উভয় সন্দেহভাজনের বর্ণনা জনসাধারণের সামনে প্রকাশ করেছে।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়